২০২৪ সালে মুক্তি পেয়েছিল নাগ অশ্বিন পরিচালিত ছবি কল্কি ২৮৯৮ এডি। ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল ছবি কল্কি ২৮৯৮ এডি। অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দিশা পাটানি, বিজয় দেবারাকোন্ডা, ম্রুণাল ঠাকুর, শাশ্বত চট্টোপাধ্যায় প্রভাসের মত নামজাদা অভিনেতা- অভিনেত্রীরা ওই ছবিতে অভিনয় করেন। বক্স অফিসে বিপুল সাড়া ফেলে ছিল এই ছবি। এই ছবি মুক্তির আগে কোনও ভারতীয় চলচ্চিত্রে, পুরাণ, বর্তমান এবং ভবিষ্যতের এমন অসাধারণ মেলবন্ধন দেখা যায়নি। এর আগে কোনও পরিচালক মহাকাব্যের সঙ্গে কল্পনা ও বিজ্ঞানকে এত সহজ ও সাবলীলভাবে তুলে ধরতে পারেননি।
এবার কল্কি ২৮৯৮ এডির সিক্যুয়েল নির্মাণের দিকে এগোচ্ছেন পরিচালক অশ্বিন। পরিচালকের দাবি সিক্যুয়েলেও থাকবে বড় ধরনের চমক। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেন অশ্বিন।
তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই নতুন ছবির গল্প নিয়ে এক প্রস্থ কথা হয়েছে। ছবির সম্ভাব্য অভিনেতা অভিনেত্রীরা একসঙ্গে বসে আলোচনা করেছেন। কল্কি ২৮৯৮ এডির তুলনায় সিক্যুয়েলে চমক অনেক বেশি থাকবে। তাই ছবি তৈরিতে বেশ কিছুটা সময় লাগবে। তিনি চান না, অযথা তাড়াহুড়ো করে ছবির মানের সঙ্গে আপোস করতে। নতুন ছবি কবে থেকে শুরু করবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোন দিন তারিখের কথা জানাতে অস্বীকার করেন অশ্বিন। পরিচালক জানান, তিনি যাঁদের নতুন ছবিতে অভিনয় করাতে চান তাঁদের অনেকেই এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। তাই এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, ছবির শুটিং কবে শুরু হবে। তবে পরিচালক অশ্বিন আশাবাদী, চলতি বছরের শেষ থেকেই এই ছবির সিক্যুয়েলের শুটিং শুরু হয়ে যাবে। আগামী দুই তিন বছরের মধ্যেই এই মেগা বাজেটের ছবি তিনি তৈরি করবেন বলে অশ্বিন জানিয়েছেন। উল্লেখ্য, কল্কি ২৮৯৮ এডি দেশে ৬১৫ কোটি টাকার এবং বিদেশে ১০৪২ কোটি টাকার ব্যবসা করেছিল।
Leave a comment
Leave a comment
