এশিয়া কাপের আগে হালকা মেজাজে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। দিল্লি প্রিমিয়ার লিগের একটি ম্যাচে তিনি অংশ নেন এবং সেখানেই মজার এক র্যাপিড-ফায়ার রাউন্ডের মুখোমুখি হন তিনি। সেখানেই খেলোয়াড়দের সঙ্গে নানা শব্দ মিলিয়ে দেন। আর সেখানেই উঠে এল বেশ কিছু চমকপ্রদ উত্তর।
গুরুত্বপূর্ণ সময়ে দলের ভরসা হিসেবে তিনি বেছে নিয়েছেন শচীন তেন্ডুলকরকে। ‘Desi Boy’ ট্যাগটি গিয়েছে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির নামে। গতি মানেই তাঁর কাছে জসপ্রিত বুমরাহ। ‘Golden Arm’ খেতাব পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। আর সবচেয়ে বড় চমক ছিল ‘Most Stylish’ বিভাগে, যেখানে গম্ভীরের পছন্দ তরুণ ওপেনার শুভমান গিল। রাহুল দ্রাবিড়কে তিনি বলেছেন ‘Mr. Consistent’, আর রান সংগ্রহের যন্ত্র হিসেবে দেখেছেন ভি ভি এস লক্ষ্মণকে।
সবচেয়ে হাসিখুশি বা মজার মানুষ হিসেবে গম্ভীরের মনে পড়েছে ঋষভ পন্তের নাম। আর ডেথ ওভারের সেরা বোলারের ক্ষেত্রে প্রথমে বুমরাহর কথা ভেবেও, যেহেতু আগেই তাঁর নাম নিয়েছেন, তাই বেছে নিয়েছেন সাবেক ভারতীয় পেসার জাহির খানকে।
সবচেয়ে বড় চমক এসেছে মোস্ট স্টাইলিস্ট ক্যাটাগরিতে। এখানে অনেকেরই আশা ছিল বিরাট কোহলি কিংবা হার্দিক পাণ্ড্যর নাম শোনা যাবে। কিন্তু গম্ভীর বেছে নিয়েছেন তরুণ ওপেনার শুভমান গিলকে।
তবে শুধু মজার খেলা নয়, গম্ভীরকে ঘিরে রয়েছে চাপও। কোচ হিসেবে তিনি এখনও পর্যন্ত ১৫ টেস্টে মাত্র ৫টিতে জয় পেয়েছেন তিনি। হেরেছেন ৮টিতে, আর ২টি ড্র। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া জানিয়েছেন, এটা ভালো রেকর্ড নয় ঠিকই, তবে মনে রাখতে হবে ভারতীয় টেস্ট দল এখন বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে।
আকাশ চোপড়ার কথায়,
“নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর চিন্তা বেড়েছিল। অস্ট্রেলিয়াতেও ফল ভালো হয়নি। সেই প্রেক্ষাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে ফলটা ছিল গুরুত্বপূর্ণ। সামনে বাংলাদেশের সিরিজ গম্ভীরের ভবিষ্যতের জন্য খুব বড় পরীক্ষা।”
একদিকে এশিয়া কাপের উত্তেজনা, অন্যদিকে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ, এই দুইয়ের মাঝেই গম্ভীরের সামনে এখন কাঁটায় ভরা পথ। তবে ‘স্টাইলিশ’ ট্যাগ দিয়ে শুভমান গিলকে নিয়ে তার আস্থা কিন্তু ভক্তদের মন জয় করেছে ইতিমধ্যেই।