হাসপাতালে ভর্তি আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের মা। মানিকতলার একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে অনেকেই খোঁজখবর নিচ্ছেন।
সূত্রের খবর নবান্ন অভিযানে পুলিশের আঘাতে মাথায় আঘাত পেয়েছিলেন অভয়ার মা। সেই সময় সঠিক চিকিৎসা না হওয়ায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন বলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হচ্ছে। গত চার দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন।
সোমবার সারাদিন ডায়ারিয়ায় কষ্ট পান। সন্ধ্যাতেও হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। কিন্তু গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে মানিকতলার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অত্যন্ত দুর্বল ও ডিহাইড্রেশনে ভুগছেন বলে খবর।