বিহারে নির্বাচনী প্রচারে কংগ্রেস-আরজেডি মঞ্চ থেকে তাঁর মাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০ লাখ মহিলাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখার সময় তিনি বলেন, এই অপমান শুধু তাঁর ব্যক্তিগত নয়, দেশের প্রতিটি মা ও বোনের প্রতি অপমান।
প্রধানমন্ত্রী বলেন, “আমার প্রয়াত মা হীরাবেন মোদি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আমাদের বড় করেছেন। অসুস্থ থাকলেও কাজ করেছেন, পয়সা বাঁচিয়ে আমাদের জামাকাপড় বানিয়েছেন। এমন মা দেশের কোটি কোটি পরিবারে আছেন। মা-কে দেবদেবীর থেকেও উচ্চ স্থান দেওয়া হয়।”
তিনি আরও যোগ করেন, “আমার মা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। শতবর্ষ পার করে কিছুদিন আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। অথচ কংগ্রেস-আরজেডি মঞ্চ থেকে তাঁকে নিয়ে নোংরা মন্তব্য করা হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।”
মোদি বলেন, “এই অপমান শুধু আমার মায়ের নয়, দেশের কোটি কোটি মা-বোনের। সোনা-রূপোর চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া রাজবংশের সন্তানরা গরিব মায়ের কষ্ট বোঝে না। তারা ভাবে বিহারের ক্ষমতা তাদের পরিবারের উত্তরাধিকার। কিন্তু বিহার আশীর্বাদ দিয়েছে এক দরিদ্র মায়ের সন্তানকে, করেছে ‘প্রধান সেবক’। এই কারণেই নামদাররা মেনে নিতে পারছে না।”
উল্লেখ্য, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব দুজনের বিরুদ্ধে ওঠে পরিবারবাদের কথা।
তিনি কড়া ভাষায় বলেন, “মোদি হয়তো একদিন ক্ষমা করে দেবে, কিন্তু বিহার ও দেশের জনতা মায়ের অপমান কখনও সহ্য করে না।”
সম্প্রতি বিহারের দারভাঙ্গা জেলার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কংগ্রেস-আরজেডি মঞ্চে যুবকদের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা ব্যবহার করতে শোনা যায়। মঞ্চে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের ছবি দেখা যায়, এবং কংগ্রেসের পতাকা হাতে সমর্থকরাও উপস্থিত ছিলেন।
বিজেপি একে “রাজনীতির ইতিহাসে নতুন নিম্নস্তর” বলে আখ্যা দিয়েছে। দলের তরফে বলা হয়েছে, “এটা এমন এক অপরাধ, যে রাহুল-তেজস্বী কান ধরে হাজার বার উঠবোস করলেও বিহারের মানুষ ক্ষমা করবেন না।”
কংগ্রেসের পবন খেরা অভিযোগ করেছেন, বিজেপির “এজেন্টরা” ইভেন্টে ঢুকে অপশব্দ ছড়িয়েছে রাজনৈতিক সুবিধার জন্য। আরজেডি ও কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, ঘটনাস্থলে রাহুল গান্ধী বা তেজস্বী যাদব কেউই ছিলেন না।
আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, “প্রধানমন্ত্রী ভোটের রাজনীতির জন্য মায়ের নাম ব্যবহার করছেন। মা-কে রাজনীতির হাতিয়ার করা উচিত নয়।” কংগ্রেসের উদিত রাজও একই অভিযোগ করেছেন।