জন্ম শতবর্ষের প্রাক্কালে উত্তম কুমারকে নিয়ে এক বিশেষ প্রদর্শনী। কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের উদ্যোগে এই প্রদর্শনী হতে চলেছে। ৩ সেপ্টেম্বর এই প্রদর্শনীর উদ্বোধন। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই প্রদর্শনী খোলা থাকবে।
জানা গিয়েছে, প্রথম দিন দুপুর তিনটের সময় প্রদর্শনীর উদ্বোধনের পর বিকেল ৪টে থেকে প্রবেশাধিকার পাবেন সাধারণ মানুষ। এই প্রদর্শনীতে থাকছে কলকাতার বিশিষ্ট সংগ্রাহকদের কাছে থাকা উত্তম কুমারের বিভিন্ন ছবি। থাকবে উত্তম কুমারের জীবনের নানা গল্প ও চলচ্চিত্রে তাঁর অভিনয়ের কথা।
দীর্ঘ ৪৫ বছর আগে বাংলা ও বাঙালিকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিয়েছেন উত্তম। শুধু উত্তম কুমারের অভিনীত বিভিন্ন ছবি নয়, তাঁর জীবন দর্শন ও আদর্শের কথাও সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই ‘শুধুই উত্তম’ নামে এই প্রদর্শনী।
নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম এবং কলকাতা কথকথার উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই টলিউড ও কলকাতার বিশিষ্ট নাগরিকদের তরফে এই বিশেষ প্রদর্শনীতে আসার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উপস্থিত থাকবেন লিলি চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তীর মতো প্রথম সারির একাধিক অভিনেতা অভিনেত্রী। লিলি চক্রবর্তী ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো নায়িকারা একসময় উত্তমের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। আয়োজকদের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে উত্তম কুমারের সঙ্গে বিভিন্ন স্মৃতির কথা শোনাবেন সাবিত্রী চট্টোপাধ্যায়। এই প্রদর্শনীতে উত্তম- সাবিত্রী অভিনীত ‘হার মানা হার’ ছবির কিছু দৃশ্য তুলে ধরা হবে। এই প্রদর্শনীতে উত্তমের ব্যবহৃত বিভিন্ন ডায়েরি, চশমা, চিঠিপত্রের মতো বেশকিছু দুর্লভ জিনিস দর্শকদের সামনে তুলে ধরা হবে। ১৯৪৮ সালে উত্তম ‘দৃষ্টিদান’ ছবিতে প্রথম অভিনয় করেন। ওই ছবির চুক্তিপত্রও থাকবে প্রদর্শনীতে। ১৯৬৭ সালে ছবির কাজে রাশিয়া গিয়েছিলেন উত্তম কুমার। প্রদর্শনীতে সেই ছবিও থাকছে।
উত্তমপ্রেমীরা ইতিমধ্যেই এই প্রদর্শনী সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। উদ্যোক্তাদের আশা, প্রথম দিন থেকেই এই প্রদর্শনীতে ভিড় উপচে পড়বে।