ইরানের পর এবার গোপন পারমাণবিক কর্মসূচির জল্পনায় সিরিয়া। ২০০৭ সালে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া সিরীয় ঘাঁটিতে ইউরেনিয়ামের অস্তিত্বের সন্ধান মিলেছে বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ। এই সংস্থা সোমবার তার সদস্য দেশগুলোকে জানায় যে গত বছর দেইর আল-জোর এলাকার কিছু জায়গা থেকে সংগৃহীত নমুনায় প্রক্রিয়াজাত ইউরেনিয়ামের কণা পাওয়া গেছে। এই ইউরেনিয়াম সমৃদ্ধ না হলেও এর রাসায়নিক গঠন সন্দেহের ইঙ্গিত করছে।
তবে ইসলামপন্থী নতুন সিরীয় সরকার জোর দিয়ে বলেছে, তাদের কোনও গোপন পারমাণবিক কর্মসূচি নেই। দামাস্কাস দাবি করেছে, আইএইএর দাবি করা দেইর আল-জোর কেন্দ্রটি ছিল একটি সামরিক ঘাঁটি। আগে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার না দিলেও সম্প্রতি তারা নতুন কিছু স্থানে প্রবেশাধিকার দিয়েছে।
এ ঘটনা নিয়ে জটিলতা আজকের নয়। ইসরায়েল কখনও আনুষ্ঠানিকভাবে ২০০৭ সালের হামলার দায়িত্ব স্বীকার করেনি, আবার সিরিয়াও এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি থাকার বিষয়টি অস্বীকার করছে। তবে বিষয়টি নতুন করে সামনে এলেও ২০১১ সালে আইএইএ প্রথম ধারণা করে যে ধ্বংসপ্রাপ্ত ওই ক্ষেত্রটি ‘খুব সম্ভবত’ একটি গোপন রিঅ্যাক্টর ছিল। যদিও সর্বশেষ পাওয়া প্রমাণ অনুসারে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবুও সংস্থার পরিদর্শকরা জানিয়েছেন, বিষয়টি বন্ধ করার আগে আরও পরীক্ষা ও তথ্য যাচাই প্রয়োজন।