শেষ পর্যন্ত বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করল পুলিস। রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ। মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২ টা নাগাদ ট্যাংরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে রাকেশকে গ্রেফতার করে পুলিশ।
গত সপ্তাহে বিহারের দ্বারভাঙায় রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মাকে কুকথা বলার অভিযোগ ওঠে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিহারের সঙ্গে সঙ্গে বাংলাতেও উত্তেজনা ছড়ায়। কলকাতায় রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, কংগ্রেস অফিসে ভাঙচুর চলে। রাহুল গান্ধীর ছবিতে কালো কালি মাখানো হয়। ঘটনার প্রতিবাদে কংগ্রেস এন্টালি থানায় রাকেশ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে তিন বিজেপি কর্মী এবং রাকেশের এক সহযোগীকে গ্রেফতার করলেও ঘটনার মূলচক্রী রাকেশ ছিলেন অধরা।
সোশ্যাল মিডিয়ায় রাকেশকে একাধিকবার দেখা গেলেও পুলিশ তার হদিশ পায়নি। সমালোচনায় মুখর হয় কংগ্রেস। এরই মধ্যে সোমবার গ্রেফতার হয় রাকেশের ছেলে শিবম। অভিযোগ, শিবম তার বাবাকে পালাতে সাহায্য করেছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার মাঝরাতে রাকেশকে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, বিজেপি নেতা রাকেশকে গাড়িতে তোলার সময় মোদির নামে তিনি জয়ধ্বনি দেন। জোর গলায় বলেন, ‘রাকেশ সিং কাউকে ভয় পায় না।’
