যুবক প্রেমিকের হাতে প্রাণ গেল উত্তরপ্রদেশের ফারুকাবাদের ৫২ বছর বয়সি এক মহিলার। মৃত মহিলার নাম রানি। ইনস্টাগ্রামে পরিচয় হওয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন তিনি। অভিযুক্তের নাম অরুণ রাজপুত (২৬)। তিনি মইনপুরীর বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ১১ই আগস্ট মইনপুরীতে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পরে তদন্তে জানা যায়, মৃত মহিলা ফারুকাবাদের রানি। তাঁর চার সন্তান রয়েছে। তদন্তে উঠে এসেছে, প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে রানি ও অরুণের পরিচয় হয়। রানি বয়স আড়াল করতে সোশ্যাল মিডিয়ায় ফিল্টার ব্যবহার করতেন, যাতে অরুণ তাঁকে কমবয়সি মনে করেন। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয় এবং তাঁরা ফারুকাবাদের হোটেলগুলোতে দেখা করতে শুরু করেন। এই সময়ে রানি অরুণকে প্রায় দেড় লাখ টাকা ধার দেন।
পুলিশের দাবি, সময়ের সঙ্গে রানি অরুণকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন এবং টাকা ফেরত চাইতে থাকেন। এতে অরুণ বিরক্ত হয়ে ওঠেন। ১০ই আগস্ট অরুণ রানিকে মইনপুরীতে ডেকে আনেন। সেখানে ফের বিয়ে ও টাকার প্রসঙ্গ উঠলে রাগের মাথায় স্কার্ফ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ।
ঘটনার পর তদন্তের নেমে পুলিশ ওই মহিলার ছবি পাশের জেলাগুলোতে ছড়িয়ে দেয়। অবশেষে ফারুকাবাদে দায়ের হওয়া মিসিং ডায়েরির ভিত্তিতে মৃত মহিলার পরিচয় নিশ্চিত হয়।
পুলিশ কমিশনার অরুণ কুমার সিং জানান, মোবাইল ফোনের কল রেকর্ড ও সোশ্যাল মিডিয়ার চ্যাটের সূত্র ধরে অরুণ রাজপুতকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যেখানে তাদের ছবি ও কথোপকথন পাওয়া গেছে। জেরায় অরুণ খুনের কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, “অভিযুক্ত ভয় পাচ্ছিল, রানি যদি টাকা বা বিয়ের বিষয়ে চাপ দিতে থাকে তবে পুলিশ কিংবা তাঁর পরিবারকে জানিয়ে দেবে। তাই সে খুন করে।” বর্তমানে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।