জাপানে প্রতারিত হলেন এক অশীতিপর বৃদ্ধা। এক ভুয়ো মহাকাশচারীর খপ্পরে পড়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তাঁর। উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, জুলাই মাসে ওই মহিলার সঙ্গে এক ভুয়ো পুরুষ মহাকাশচারীর পরিচয় হয়। আলাপ কিছুটা গাঢ় হতেই একদিন ওই ভুয়ো মহাকাশচারী বৃদ্ধাকে জানান এই মুহূর্তে তিনি মহাকাশযানে মহাকাশে আছেন। কিন্তু তিনি আক্রান্ত হয়েছেন। অবিলম্বে তাঁর অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন কেনার জন্য ওই বৃদ্ধার কাছে তিনি ১ মিলিয়ন ইয়েন (৬৭০০ডলার) দাবি করেন।
ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। তিনি ভেবেছিলেন, হয়তো ওই মহাকাশচারী সত্যিই সমস্যায় পড়েছেন। সেই জন্য তিনি ওই বিপুল পরিমাণ অর্থ তাঁকে পাঠিয়ে দেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই মহিলাকে তাঁর টাকা আর ফেরত দেয়নি ওই ভুয়ো মহাকাশচারী। দেওয়া অর্থ বারবার ফেরত চাওয়ার পর না পেয়ে ওই বৃদ্ধা বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। বিষয়টি সন্দেহজনক বলে মনে হওয়ায় ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বর্তমানে গোটা বিশ্বে বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। একাকীত্ব কাটাতে অনেকেই এভাবে অনলাইনে বন্ধুত্ব পাতান। আর সেই সুযোগকেই কাজে লাগায় জালিয়াতরা। এক জালিয়াতের ফাঁদে পড়ে এভাবেই শেষ বয়সের সঞ্চয় ,ৎবিপুল অর্থ হারালেন ওই অশীতিপর বৃদ্ধা।
Leave a comment
Leave a comment
