এআইএফএফ-এর ফুটবল ক্যালেন্ডারে থাকা টুর্নামেন্টগুলি সময়মতো শুরু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ, ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা(এআইএফএফ)কে সুপার কাপ সহ আইএসএল ফুটবলও সময়মতো শুরু করার নির্দেশ দিয়েছে। বিচারপতি পি নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের নির্দেশ, “২০২৫-২০২৬ মরসুমের যাবতীয় টুর্নামেন্টগুলির ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি”।
এদিকে AIFF এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-এর মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) চলতি বছর ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। নতুন করে চুক্তি এখনও পর্যন্ত না হওয়ায় বিপণন সংস্থা এফএসডিএল গত ১১ জুলাই ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল অনির্দিষ্টকালীন স্থগিত রাখার কথা জানিয়ে দেয়।
এমআরএ ঘিরে জটিলতা কাটাতে আদালতের নির্দেশে, উভয় পক্ষ একটি যৌথ প্রস্তাব নিয়ে আলোচনা করে ২৮ আগস্ট আদালতে জমা দিয়েছিল। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ তার রায়ে এটি গ্রহণ করেছে। এর ফলে ২০২৫-২৬ সালের সুপার কাপই সম্ভবত মরশুমের প্রথম টুর্নামেন্ট। এরপর এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনুমোদনের পর ডিসেম্বরে হবে আইএসএল।
প্রস্তাব অনুসারে, FSDL ৮ ডিসেম্বর, ২০১০ তারিখের MRA-এর অধীনে প্রথম আলোচনার চুক্তিগত অধিকার এবং ম্যাচ করার অধিকার ত্যাগ করবে এবং AIFF-কে একটি প্রতিযোগিতামূলক এবং স্বচ্ছ টেন্ডার বা সমতুল্য প্রক্রিয়া পরিচালনা করার জন্য একটি সনদ জারি করবে।
এআইএফএফ এবং এফএসডিএলের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে শর্ত আরোপ করে বলা হয়েছিল, আইএসএল পরিচালনার জন্য এক বাণিজ্যিক সংস্থাকে তাঁরাই চিহ্নত করবে। সুপ্রিম কোর্ট এদিন সেই শর্ত মানেনি। বরং ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও-এর উপরই আস্থা রেখেছে। জানিয়েছে, “ISL পরিচালনার জন্য বাণিজ্যিক অংশীদার হিসাবে একটি দক্ষ ও সুপরিচিত সংস্থাকে চিহ্নিত করবেন নাগেশ্বর রাও।
প্রাক্তন বিচারপতি রাও, AIFF-এর খসড়া সংবিধান শীর্ষ আদালতে আগেই জমা দিয়েছেন। যা নিয়ে এদিনও কোনও রায় দেয়নি ডিভিশন বেঞ্চ। এর ফলে ২০২৫-২০২৬ সালের ফুটবল মরসুম ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও সর্বোচ্চ আদালত আগেই উল্লেখ করেছিল যে, ২০২৩ সালে আদালতে জমা দেওয়া AIFF-এর খসড়া সংবিধান ২০২৫ সালের জাতীয় ক্রীড়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা পরীক্ষা করার জন্য তারা তার সিদ্ধান্ত সংরক্ষণ করেছে।
