ড্রিম ইলেভেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের দায়িত্ব থেকে সরতেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। এশিয়া কাপ শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন। ঠিক এই সময়ই ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সিতে অবিশ্বাস্য ৮০ শতাংশ ছাড়ের ঘোষণা করা হল প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের পক্ষ থেকে। অর্থাৎ এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার জার্সি কিনলে দামে ৮০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
এক ক্রিকেটীয় ওয়েবসাইটের রিপোর্ট অনুসারে, আসন্ন এশিয়া কাপে কোনও প্রধান স্পনসর ছাড়াই নামতে হতে পারে মেন ইন ব্লু-কে। এর মাঝে টিম ইন্ডিয়ার জার্সির এমন অস্বাভাবিক দাম কমার খবরটি সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো।
জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সির প্রকৃত মূল্য ৫,৯৯৯ টাকা। তবে অ্যাডিডাসের ওয়েবসাইটে এখন তা পাওয়া যাচ্ছে মাত্র ১,৯৯৯ টাকায়। উক্ত ওয়েবসাইটে এই জার্সিকে ‘FW24 India Cricket T20 International’ বলে উল্লেখ করা হয়েছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই জার্সিতে প্রধান স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনকেই দেখানো হয়েছে। এদিকে সম্প্রতি সংসদে অনলাইন গেমিং বিল পাস হতেই সারা দেশে নিষিদ্ধ হয়েছে অনলাইন বেটিং অ্যাপগুলি। এর জেরেই বিসিসিআইয়ের অফিসিয়াল স্পনসরের দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে ড্রিম ইলেভেনকে। এরপর বোর্ডের তরফে এও ঘোষণা করা হয়েছে যে, এবার আর কোনও অনলাইন বেটিং বা গেমিং প্ল্যাটফর্ম টিম ইন্ডিয়ার প্রধান স্পনসর হতে পারবে না।
এবার প্রশ্ন উঠতেই পারে, সেই কারণেই কি জার্সিগুলির দাম এত কমিয়ে দেওয়া হয়েছে? যাতে দ্রুত সেগুলি বিক্রি করে ফেলা যায়। কারণ, নতুন স্পনসর চলে এলে পুরনো স্পনসরের নাম লেখা জার্সির প্রতি আগ্রহ হারাতে পারেন সমর্থকরা। উল্লেখ্য, ড্রিম ইলেভেনের সঙ্গে ৩৫৮ কোটি টাকায় ৩ বছরের চুক্তি করেছিল বিসিসিআই। মেয়াদ শেষের আগেই সেই চুক্তি ছিন্ন হওয়ায় ইতিমধ্যেই নতুন স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড।
জানা গিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই বিষয়ে আগ্রহ দেখাতে পারে কোনও সংস্থা। এর পর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ সেপ্টেম্বর। এর পরই নতুন স্পনসরের নাম ঘোষণা করবে বোর্ড। তবে ঠিক কী কারণে ভারতীয় জার্সির দাম এত কমিয়ে দেওয়া হল সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের তরফে।