ইরানের কাছে হেরে কাফা নেশনস কাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আগেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচটি ছিল কার্যত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার লড়াইয়ের মঞ্চ। কিন্তু এ দিন হিসোরের সেন্ট্রাল স্টেডিয়ামে সেই ম্যাচেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ খালিদ জামিলের ছেলেরা। ৯০ মিনিট তুল্যমূল্য লড়াইয়ের পর গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।
কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে আয়োজক তাজিকিস্তানকে ২-১ হারিয়েছিল ভারত। কিন্তু পরের ম্যাচেই ফিফা র্যাঙ্কিংয়ে ১১৩ ধাপ এগিয়ে থাকা ইরানের কাছে ৩ গোলে হারের জেরে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে যায় ব্লু টাইগার্স। এই ম্যাচেই চোয়ালে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক সন্দেশ ঝিঙ্ঘান। তাঁর অনুপস্থিতিতে বৃহস্পতিবার র্যাঙ্কিংয়ে অনেক নীচে থাকা আফগানদের বিরুদ্ধেও আটকে গেল ভারত।
যদিও এই ম্যাচে জয় না পেলেও এখনও প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার আশা জিইয়ে রেখেছে ভারত। ম্যাচটি জিতলে সরাসরি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার টিকিট পেয়ে যেতেন আনোয়াররা। তবে এ বার তাকিয়ে থাকতে হবে তাজিকিস্তান বনাম ইরান ম্যাচের দিকে। এই ম্যাচে ইরান জয় পেলেই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান পাকা হবে ভারতের। ফলে তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাবে।
তবে এই ম্যাচে ইরান হেরে গেলে, এমনকি ড্র হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলবে তাজিকিস্তান। কারণ গোল পার্থক্যে তারা এগিয়ে রয়েছে ভারতের থেকে।
এদিন হিসোরে ধারে ভারে ভারতের থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকলেও জোর টক্কর দিয়েছেন কাবুলিওয়ালারা। শেষের দিকে তাঁরা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলেন ভারতের রক্ষণভাগকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বক্সের বাইরে একটি ফ্রি- কিকও পেয়েছিল আফগানিস্তান।
এই সুযোগ কাজে লাগাতে পারলে অন্যরকম হত খেলার ফলাফল। যদিও গোটা ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেছেন জামিলের ছাত্রেরাও। আনোয়ার আলি এ দিনও ছিলেন দুরন্ত ছন্দে। কিন্তু শেষ পর্যন্ত কোচ জামিলের কোনও স্ট্র্যাটেজিই এল না কাজে। ফলে এখন কেবল অপেক্ষার প্রহর গোনা। তাকিয়ে থাকা তাজিকিস্তান বনাম ইরান ম্যাচের দিকে।
CAFA Nations Cup 2025, Indian Football Team, India Vs Afghanistan, Khalid Jamil