হুক্কা বিতর্কে মুখ খুললেন ইরফান পাঠান। ভারতের প্রাক্তন অলরাউন্ডারের মন্তব্য ফের ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। গত ২০২০ সালে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাঠান নাম না করে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন মহেন্দ্র সিং ধোনির নামে। তিনি বলেছিলেন, “কারও ঘরে গিয়ে হুক্কা সেজে দেওয়া আমার কাজ নয়। একজন ক্রিকেটার হিসেবে নিজের খেলায় মন দেওয়াটাই আমার কাজ। আর আমি সেটাই করতাম।”
নাম না করলেও পাঠানের ইঙ্গিত ছিল প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির দিকেই। সম্প্রতি সেই সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। আর তারই পরিপ্রেক্ষিতে পাঠানের দিকে ধেয়ে আসে ‘হুক্কা’ নিয়ে প্রশ্ন। বুধবার ছিল ভারতীয় জোরে বোলার মহম্মদ শামির জন্মদিন। এ দিন সোশ্যাল মিডিয়ায় শামিকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন ইরফান। এই পোস্টের কমেন্টেই জনৈক নেটাগরিক তাঁকে প্রশ্ন করেন ধোনির হুক্কা সেজে দেওয়া নিয়ে।
উক্ত নেটাগরিক প্রশ্ন করেন, “পাঠান ভাই, সেই হুক্কাটার কী হল?” এই প্রশ্নে কিন্তু কিছুমাত্র বিচলিত হননি ইরফান। বরং কিছুটা রূঢ়ভাবেই তিনি জবাব দিয়েছেন, “আমি আর ধোনি একসঙ্গে বসে ধূমপান করব।” অর্থাৎ এ বার সরাসরিই ধোনির নাম করে বিতর্ক আরও একটু উস্কে দিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
৫ বছর আগের আগের সাক্ষাৎকারটিতে সরাসরি নাম না করলেও পাঠানের ইঙ্গিত যে ক্যাপ্টেন কুলের দিকেই ছিল, তা অনুমান করেছিল ক্রিকেট মহল। কারণ, ধোনির হুক্কা টানার অভ্যাসের কথা কারও অজানা নয়। অধিনায়কের হুক্কা সেজে দিলে তবেই দলে সুযোগ পাওয়া যেত। ঘুরিয়ে কার্যত এ অভিযোগই করেছিলেন ইরফান। আর এ বার তাঁর মন্তব্য আরও বাড়িয়ে দিল বিতর্কের আঁচটা। যদিও ধোনি আছেন কিন্তু ধোনিতেই। বুধবার এই বিতর্কের মাঝেই ইউএস ওপেনে নোভাক জকোভিচের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ক্যাপ্টেন কুল।
