২০০৮ সালে ইতিহাসের প্রথম আইপিএলেই শান্তাকুমারন শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন সিং। সম্প্রতি একটি পডকাস্টে মাইকেল ক্লার্কের মুখোমুখি হয়ে সেই ঘটনার একটি অদেখা ফুটেজ ফাঁস করেছেন আইপিএলের তৎকালীন চেয়ারম্যান ললিত মোদি। কিন্তু এতেই শেষ নয়। উক্ত পডকাস্টে আরও একটি বোমা ফাটিয়েছেন মোদি। যা সামনে এল এ বার। মোদি জানিয়েছেন, সেই সময় আইপিএলের সম্প্রচার স্বত্ব সনি নেটওয়ার্কের কাছে থাকলেও তিনি নিয়ম ভেঙে সমস্ত চ্যানেলকেই প্রথম ম্যাচটি সম্প্রচারের অনুমতি দিতে চেয়েছিলেন।
আইপিএল ইতিহাসের সর্বপ্রথম ম্যাচে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে ম্যাচ ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন ব্রেন্ডন ম্যাকালামের ব্যাটিং তাণ্ডবের জন্য। তবে ক্লার্কের সঙ্গে আলাপচারিতায় ললিত মোদি জানিয়েছেন, গোটা প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব সোনি নেটওয়ার্ক পেলেও উদ্বোধনী ম্যাচটি শুরুর আগে হঠাৎ টেকনিক্যাল গোলযোগ ধরা পড়ে। যার ফলে সোনির রিচের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল।
এই সময় মরিয়া হয়েই সমস্ত নিয়মের বেড়াজাল ভাঙতে মরিয়া হয়ে উঠেছিলেন বলে জানিয়েছেন মোদি। তাঁর কথায়, “সব কিছুই ওই একটি খেলার উপর নির্ভরশীল ছিল। আমি সে দিন প্রতিটি নিয়ম ভেঙেছিলাম। সোনির সঙ্গে একটি এক্সক্লুসিভ চুক্তি ছিল। আমি সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। কিন্তু সোনির রিচ ছিল না। তাই আমি নির্দেশ দিয়েছিলাম সিগন্যাল খুলে দিতে। আমি খেলা সম্প্রচারকারী সমস্ত চ্যানেলকে— এমনকি সংবাদ মাধ্যমগুলিকেও ম্যাচটি লাইভ সম্প্রচার করার আহ্বান জানিয়েছিলাম।”
যদিও কাজটা মোটেই সহজ ছিল না। চুক্তি ভঙ্গের জেরে সোনি নেটওয়ার্কের হুমকির মুখেও পড়তে হয় মোদিকে। সে কথাও তুলে ধরে তিনি বলেন, “সোনি বলেছিল তারা আমার বিরুদ্ধে মামলা করবে। আমি তখন বললাম, পরে মামলা করো। এখন ভুলে যাও। আমরা এখন লাইভে আসছিই। কারণ তোমার রিচ নেই। আমাদের এই প্রথম খেলাটা সবার দেখার দরকার ছিল। যদি প্রথম খেলাটা ব্যর্থ হত, তা হলে আমি শেষ হয়ে যেতাম।”
