মাত্র কয়েকদিন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছেন। ওই তিন রুট চালু হতেই মেট্রোয় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়েছে। পরিসংখ্যান বলছে, অগস্ট মাসে কলকাতা মেট্রোয় ১.৯ কোটি মানুষ সফর করেছেন। যা জুলাই মাসের তুলনায় প্রায় কুড়ি লক্ষ বেশি। মেট্রো কর্তৃপক্ষের আশা, উৎসবের মরশুমে অর্থাৎ সেপ্টেম্বর মাসে যাত্রীসংখ্যা দু কোটি ছাড়িয়ে যাবে। মেট্রো কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, অগস্ট মাসের প্রথম তিন সপ্তাহে মেট্রোয় সওয়ার হয়েছিলেন ১.২ কোটি প্যাসেঞ্জার। কিন্তু মেট্রোর নতুন তিনটি লাইন উদ্বোধন হওয়ার পর মাত্র এক সপ্তাহে ৬৫.৫ লাখ যাত্রী মেট্রোয় উঠেছেন।
২২ অগস্ট সন্ধ্যা ৬টার পর গ্রিনলাইনে মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। অন্যদিকে ইয়লো এবং অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা চালু হয় ২৫ অগস্ট। এই তিন মেট্রো লাইন চালু হওয়ার পর প্রতিদিনের যাত্রী সংখ্যা ৫.৮ লাখ থেকে বেড়ে ৬.৬ লাখ হয়েছে। কয়েক দিনের মধ্যে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই মেট্রো কর্তৃপক্ষ আশা করছেন।
যাত্রী সংখ্যা বাড়ার পাশাপাশি মেট্রো রেলের আয়ও বেড়েছে। এতদিন মেট্রো কর্তৃপক্ষের মাসিক আয় ছিল ২৮ কোটি টাকার মতো। ইতিমধ্যেই সেই আয় বেড়েছে। গত কয়েকদিন মেট্রো কর্তৃপক্ষ দৈনিক প্রায় ৯১ লক্ষ টাকা আয় করেছে। তবে তাদের লক্ষ্য হল, এই আয় দৈনিক এক কোটি টাকার উপরে নিয়ে যাওয়া। মেট্রো কর্তৃপক্ষের আশা, সেপ্টেম্বর মাসে আয় বেড়ে ৩৩ কোটি টাকার বেশি হবে। নতুন ব্যবস্থায় মেট্রোযাত্রীদের অধিকাংশই ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটছেন বলে জানানো হয়েছে।
