ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে রজার বিনির জমানা। আইনের গেরোয় সম্প্রতি বোর্ড সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে ১৯৮৩ বিশ্বকাপজয়ী পেসারকে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাতে হচ্ছে সহ সভাপতি রাজীব শুক্লাকে। এরই মাঝে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন এমন এক ভারতীয় ক্রিকেটার যিনি রেকর্ড ভাঙার জন্য সুপরিচিত।
গত ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর পর তাঁর জায়গায় আসেন রজার বিনি। এই বিষয়টি মাথায় রেখেই সভাপতি হিসেবে বোর্ড ভারতীয় ক্রিকেটের একজন শীর্ষ তারকার নামই বিবেচনা করছে বলে জানা গিয়েছে উক্ত প্রতিবেদনে। যদিও তিনি কে তা এখনই স্পষ্ট নয়। সেই সঙ্গে এও স্পষ্ট নয় যে তিনি আদৌ বোর্ডের এই প্রস্তাব গ্রহণ করবেন কি না। তবে দাবি করা হয়েছে যে, বিসিসিআইয়ের আসন্ন বার্ষিক সাধারণ সভায় স্থায়ী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, নির্বাচন সর্বসম্মতভাবে হবে বলে আশা করা হচ্ছে। যদিও নির্বাচনের সম্ভাবনা খুবই কম। বোর্ডের সচিব পদে দেবজিৎ সাইকিয়াই থাকছেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে প্রভাতেজ ভাটিয়া এবং যুগ্ম সম্পাদক পদে রোহন গাউনস দেশাইও বহাল থাকবেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া আইপিএলের চেয়ারম্যান পদের জন্য ঘুরপাক খাচ্ছে মুম্বই ক্রিকেট সংস্থার প্রাক্তন সচিব সঞ্জয় নায়েক এবং বর্তমানে বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি রাজীব শুক্লার নাম।
এ দিকে এও শোনা যাচ্ছে যে, রাজীব শুক্লা যদি আবারও আইপিএল চেয়ারম্যান হন, তা হলে বোর্ডের সহ সভাপতি পদের জন্য প্রার্থী হতে পারেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্যের বিজেপি নেতা রাকেশ তিওয়ারি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বোর্ডের বার্ষিক সাধারণ সভা।
