এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) খপ্পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে অর্থ পাচার মামলায় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতের প্রাক্তন ওপেনারকে তলব করে ইডি। জিজ্ঞাসাবাদ চলাকালীন ৩৯ বছর বয়সী ধাওয়ানের বক্তব্য রেকর্ড করা হবে বলে জানা যাচ্ছে।
গত মাসে 1xBet নামের একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। রায়না ছিলেন খেলার দুনিয়ার জনপ্রিয় বেটিং অ্যাপ 1xBet -এর অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসাডর। একই অ্যাপের সঙ্গে যুক্ত থাকার জন্য এ বার ডেকে পাঠানো হয়েছে ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’-কেও।
সমীক্ষা অনুযায়ী, ভারতের প্রায় ২২ কোটি মানুষ বিভিন্ন বেটিং অ্যাপ ব্যবহার করেন। যার মধ্যে ১১ কোটি মানুষই নিয়মিত ব্যবহারকারী। ভারতে অনলাইন বেটিং বাজারের মূল্য এখন ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সেই সঙ্গে প্রতি বছর তা বৃদ্ধি পাচ্ছে ৩০% হারে। এ দিকে তা সত্ত্বেও দেশের শীর্ষস্থানীয় বেটিং অ্যাপগুলি প্রতি বছর আনুমানিক ২৭,০০০ কোটি টাকা কর ফাঁকি দেয় বলে জানা গিয়েছে।
এ দিকে সম্প্রতি সংসদে অনলাইন গেমিং বিল পাস হতেই সারা দেশে নিষিদ্ধ হয়েছে অনলাইন বেটিং অ্যাপগুলি। এই পরিস্থিতিতে
1xBet অ্যাপটির সঙ্গে ধাওয়ানের আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত জানতেই ইডি এ দিন তাঁকে তলব করেছে বলে জানা যাচ্ছে। বস্তুত অনলাইন বেটিং অ্যাপ নিষিদ্ধ হতেই দেশজুড়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তার মাঝে প্রাক্তন ওপেনারের সঙ্গে অবৈধ অ্যাপটির যোগসূত্রগুলি জানতে চায় ইডি।
যদিও কেবল শিখর ধাওয়ান বা সুরেশ রায়নাই নন, 1xBet বেটিং অ্যাপটির সঙ্গে যুক্ত আরও একাধিক বিখ্যাত নাম। রায়না-ধাওয়ান ছাড়াও অ্যাপটি প্রচার করেছিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং যুবরাজ সিং। অন্যদিকে অভিনেতা সোনু সুদ এবং উর্বশী রউতেলা সহ বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও এই অ্যাপটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
