খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন সানি লিওন। একটি আন্তর্জাতিক ওয়েব সিরিজের জন্য দুই তারকার সংস্থা সানসিটি এবং আন্দোলন ফিল্মস একত্রিত হবে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে লেখক-পরিচালক-প্রযোজক মোতওয়ানে বেশ পরিচিত মুখ। তাঁর পরিচালিত প্রথম ফিল্ম উড়ান ৭টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। আবার ভারতীয় বংশোদ্ভূত কানাডীয়-মার্কিন অভিনেত্রী, সানি লিওনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তাঁদের আন্তর্জাতিক ওয়েব সিরিজের মধ্য দিয়ে।
ওয়েব সিরিজটির নাম কিন্তু এখনও প্রকাশ্যে আনা হয়নি।
জানা গিয়েছে আসন্ন ওয়েব সিরিজটি একটি বায়োপিক অবলম্বনে তৈরি হবে। বায়োপিকের স্বত্ব আগেই অধিগ্রহণ করেছে সানসিটি। যদিও এই নিয়ে বিস্তারিত তথ্য একরকম গোপনই রাখা হয়েছে। তবে নির্মাতারা আন্তর্জাতিক আবেদন এবং গল্পের গভীরতার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়েব সিরিজে পরিচালক হিসেবে বিক্রমাদিত্য মোতওয়ানের দক্ষতা এবং প্রযোজক হিসেবে সানি লিওনের প্রভাব ভালই থাকবে। ওয়েবের গল্পগুলিকে বিশ্বব্যাপী স্ট্রিমিংয়ের জন্য একটি বৃহৎ স্কেলে তৈরি করা হচ্ছে বলে খবর।
তাঁদের আসন্ন প্রকল্প ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত সানি লিওন। দাবি করেছেন, এই বায়োপিকটি এমন একটি গল্পের উপর ভিত্তি করে তৈরি, যা সত্যিই সবাইকে অনুপ্রাণিত করবে। যদিও পেশাগত দিক থেকে, সানি এখনও প্রযোজক হিসেবে অন্য কোনও প্রকল্প ঘোষণা করেননি।
অন্যদিকে, বিক্রমাদিত্য মোতওয়ানে সম্প্রতি CTRL এবং Black Warrant পরিচালনা করেছেন, যা যথেষ্টই প্রশংসিত হয়েছে। CTRL-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে এবং বিহান সামত এবং ব্ল্যাক ওয়ারেন্টে ছিলেন জাহান কাপুর, সিদ্ধান্ত গুপ্তা, রাহুল ভাট এবং আরও অনেকে।
তাঁদের যৌথ প্রকল্পে তৈরি হতে চলা আন্তর্জাতিক ওয়েব সিরিজে নতুন মুখের পরিচয় হবে, নাকি প্রতিষ্ঠিত অভিনেতাদের একত্রিত করা হবে? এই নিয়ে কেউই কিছু ইঙ্গিত দেননি। তবে চমক থাকার কথা কিন্তু দুজনেই বলেছেন। প্রযোজনা ছাড়াও সানি লিওনের অন্য কোনও ভূমিকা থাকবে কি না তা নিয়ে চলছে বিস্তর জল্পনা।
tags : Sunny Leone, Vikramaditya Motwane, Global Project, International Web Series,
