তামিলনাড়ুতে এনডিএ জোট থেকে এবার বেরিয়ে গেলেন এএমএমকে নেতা টিটিভি দিনাকরণ। বাংলার মতো তামিলনাড়ুতেও বিধানসভা ভোট দু’হাজার ছাব্বিশে। আর সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজগম দলের নেতার এমন ঘোষণা। যদিও এনডিএ ত্যাগ ঘিরে বিজেপিকে নয়, দুষেছেন এআইএডিএমকে-র শীর্ষ নেতৃত্বকে। বলেছেন, ‘ ধারাবাহিক বিশ্বাসঘাতকতা’র জন্যই তাঁদের সঙ্গ ত্যাগ।
প্রসঙ্গত, দিনাকরণের পদত্যাগ তামিলনাড়ুর বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র জন্য আরেকটি ধাক্কা। এআইএডিএমকে-র বহিষ্কৃত নেতা এবং এনডিএ-র সহযোগী প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম (ওপিএস)ও কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করেছিলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এএমএমকে দলকে জোটে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন দিনাকরণ। এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে মতপার্থক্য দূর করার সেই প্রচেষ্টা কিন্তু কোনও ফল দেয়নি। তিনি বলেন “আমরা অমিত শাহের প্রচেষ্টা সফল হওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু আম্মা(জে জয়ললিতা) কর্মীদের যোগদানের কোনও সম্ভাবনা না থাকায় আমরা বুঝতে পেরেছিলাম যে আর অপেক্ষা করার কোনও অর্থ নেই,”। এএমএমকে নেতা দিনাকরণ এই বছরের শেষের দিকে তার দলের অবস্থান স্পষ্ট করার ইঙ্গিতও দিয়েছেন।
তামিলনাড়ুতে এনডিএ জোট ছাড়ার ঘোষণার মধ্যেই তুলোধোনা করেছেন এআইএডিএমকে নেতৃত্বকে। তাঁর দাবি, এআইএডিএমকে নেতৃত্ব এএমএমকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আম্মার সমস্ত কর্মীদের একত্রিত করার সুযোগও দেয়নি। বলেন,“ যখন আমরা বুঝতে পারলাম যে আর অপেক্ষা করার কোনও মানে নেই, তখন আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলাম। মোদিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য আমরা নিঃশর্তভাবে এনডিএতে যোগ দিয়েছিলাম। কিন্তু এখন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনই রাজ্যের ভাগ্য তৈরি করতে চলেছে,”।
দিনাকরণের দাবি, আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজগম তথা এএমএমকে দলটি তৈরি হয়েছিল বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে লড়াই করতে। তাই যারা একসময় তাঁদের প্রত্যাখ্যান করেছিল, তাদের সঙ্গে জোট করে আর থাকতে পারবেন না। তিনি আরও বলেন, “আমি ধৈর্য ধরেছিলাম কিন্তু এএমএমকে কর্মীরা আমাকে আর ধৈর্য ধরতে না বলেছে এবং প্রশ্ন তুলেছিল যে আমরা কীভাবে ধৈর্য ধরতে পারি।”
ছাব্বিশের বিধানসভা ভোটে অভিনেতা বিজয়ের দল টিভিকে(Tamilaga Vettri Kazhagam) কিং মেকার হতে চলেছে বলে মন্তব্য করেছেন এএমএমকে নেতা দিনাকরণ। দুহাজার ছয় সালের ঘটনা টেনে এনে বলেছেন, বিজয়কান্ত তখন যেমন প্রভাব ফেলেছিলেন, এবারও তাই হবে। সমস্ত দলেরই ভোট ব্যাঙ্কে টিভিকে-র প্রভাব পড়বে। তামিলনাড়ুর রাজনৈতিক দৃশ্যপট নতুন করে রূপ দিতে পারে অভিনেতা বিজয়ের টিভিকে।
এদিকে , এআইএডিএমকে-র সিনিয়র নেতা কেএ সেনগোত্তাইয়ান শুক্রবার ৫ সেপ্টেম্বর তাঁর ঘনিষ্ঠদের সাঙ্গে একটি বৈঠকে বসতে চলেছেন বলে খবর। সূত্রের মতে, সেনগোত্তাইয়ান একটি ঐক্যবদ্ধ এআইএডিএমকে-র পক্ষে সওয়াল করেছেন। তিনি বহিষ্কৃত প্রাক্তন সাধারণ সম্পাদক ভিকে শশীকলাকে দলে ফিরিয়ে আনার পক্ষে। যদিও এডাপ্পাদি কে পালানিস্বামী (ইপিএস) শশীকলার সঙ্গে তাদের দলের কোনও পুনর্মিলনের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন।
