বৃহস্পতিবার মধ্যরাতের অভিযানে গুজরাটের বনাসকাঁটা পুলিশের লোকাল ক্রাইম ব্রাঞ্চ হদিশ পেল বড়সড় নকল নোট চক্রের কারবারের। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিসা তালুকার মহাদেভিয়া গ্রামে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকার জাল নোট এবং নোট ছাপার সরঞ্জাম।
অভিযান চলাকালীন দু’জনকে গ্রেফতার করা হয়েছে— সঞ্জয় সোনী ও কৌশিক শ্রীমালি। তবে নকল নোট কারবারের মূল পান্ডা রইমল সিং বর্তমানে পলাতক।
বনাসকাঁটার এসপি প্রশান্ত সুম্বে জানিয়েছেন, রইমল ও সঞ্জয় দুজনেই অপরাধমূলক অতীতের সঙ্গে যুক্ত। বিশেষত রইমলের বিরুদ্ধে আগেও ১৬টি মামলা রয়েছে— চাঁদাবাজি, প্রতারণা সহ একাধিক গুরুতর অভিযোগ। সম্প্রতি হেফাজত থেকে মুক্তি পেয়েই সে ফের সক্রিয় হয়েছে বলে সন্দেহ।
প্রাথমিক জেরায় ধৃতরা জাল নোট ছাপার বিষয়টি স্বীকার করেছে। বিশাল অঙ্কের নকল নোট গণনা শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এর পিছনে একটি বড় আন্তঃরাজ্য চক্র সক্রিয় রয়েছে। সম্ভাব্য সহযোগীদের খোঁজে তল্লাশি চলছে।
ঘটনায় সংঘবদ্ধ অপরাধের ধারায় মামলা দায়ের হয়েছে। এসপি সুম্বে জানিয়েছেন, এই চক্রের পরিধি ও যোগসূত্র নিয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সাংবাদিক বৈঠকে জানানো হবে।