মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন বর আনন্দ সাহা। সুস্থ হয়ে বাসায় ফেরেননি তিনি, তবুও থেমে থাকেনি তাঁর বিয়ের আয়োজন। দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশে মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে অস্থায়ীভাবে খালি রাখা একটি অংশে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অনুষ্ঠিত হয় এই বিশেষ বিয়ে।
জানা গেছে, আহত বর আনন্দ সাহা মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকার এবং কনে অমৃতা সরকার ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় হাত-পা ব্যান্ডেজে বাঁধা থাকলেও নির্ধারিত লগ্ন মিস না করতে দুই পরিবার কঠোর পরিশ্রমে ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন সম্পন্ন করে।
বর ও কনের স্বজনরা জানান, পঞ্জিকা অনুসারে শুভ তিথি ও নক্ষত্র দেখে বিয়ের দিন ঠিক করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহ হলো একটি পবিত্র সামাজিক অনুষ্ঠান, যা দুটি আত্মার মিলন এবং দুটি পরিবারকে একসঙ্গে যুক্ত করে। আনন্দ সাহার শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় চিকিৎসকদের পরামর্শ নিয়েই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
বিয়ে শেষে বর-কনে দুজনেই অত্যন্ত আনন্দিত। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, আমরা চেষ্টা করেছি যাতে বর ও কনে উভয়েই পবিত্র মুহূর্তটি অভিজ্ঞতা করতে পারেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্ঘটনা আমাদের আনন্দকে বন্ধ করতে পারেনি। বরং সবাই মিলিত হয়ে এই মুহূর্তকে বিশেষ করে তুলেছে।
স্থানীয়রা এই আয়োজনকে সাহস ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। বিশেষ এই মুহূর্তে দেখা যায়, দুর্ঘটনার অজুহাত নয়, বরং পরিবারের সমর্থন ও ভালোবাসাই মানুষের আনন্দকে ধরে রাখতে পারে।
বিয়ে অনুষ্ঠান শেষে হাসপাতাল ও পরিবারের সদস্যরা আনন্দে মেতেছেন এবং উভয় পরিবারই এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় হিসেবে মনে রাখবেন বলেই জানান।