সমাজ মাধ্যমে ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাকে একটু অন্যরকমভাবে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সরফরাজ খান। গত ২০২৪ সালে রোহিতের নেতৃত্বেই টেস্ট অভিষেক ঘটে সরফরাজের। ঘরের মাঠে ইংল্যান্ড বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচ খেলেন। সেই সরফরাজ এবার সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করলেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম অধিনায়ককে নিয়ে। যা রোহিতের প্রতি তাঁর শ্রদ্ধা ফুটিয়ে তুলেছে।
রোহিতের নেতৃত্বে অভিষেক করার পর বর্তমানে ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন সরফরাজ। শেষবার তিনি খেলেছেন গত ২০২৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন সরফরাজ। যেখানে রোহিতের কিছু ব্যাটিং হাইলাইটস দেখানো হয়েছে। সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা গিয়েছে জনপ্রিয় ‘ইয়ে ওয়াদা রাহা’ গানটি।
এভাবেই নিজের প্রথম অধিনায়কের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা প্রকাশ করেছেন তরুণ সরফরাজ। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে দুই ক্রিকেটারই মুম্বইয়ের প্রতিনিধি। যদিও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন আর রোহিত মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন না। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের হয়ে ৬ টি টেস্টে একটি শতরান এবং ৩ টি হাফ সেঞ্চুরি করা সরফরাজ।
গত অস্ট্রেলিয়া সফরে সরফরাজ একটিও ম্যাচ খেলেননি। এরপর তাঁকে সদ্য সমাপ্ত বিলেত সফরের দলে নির্বাচিতই করা হয়নি। তবে ভারতে দলের হয়ে অনুশীলন ম্যাচে সরফরাজের ব্যাটিং মুগ্ধ করেছে সকলকে। মনে করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে খেলতে পারেন সরফরাজ। দলীপ ট্রফিতেও পশ্চিমাঞ্চলের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু চোটের কারণে বাদ পড়েন।
