বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও অপমানের প্রতিবাদে আজ সকালে হুগলির চুঁচুড়ায় অনুষ্ঠিত হল এক অভিনব পদযাত্রা। সুগন্ধার গোটু ফুটবল মাঠ থেকে শুরু হয়ে খাদিনার মোড় পর্যন্ত টানা পদযাত্রায় শমিল হন কয়েকশো তৃণমূল কর্মী। নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক তথা তৃণমূল নেতা অসিত মজুমদার।
এই মিছিলে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরাই নন, অংশ নিয়েছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ও জৈন সম্প্রদায়ের মানুষজন। সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রে অনুপ্রাণিত এই ঐক্যের বার্তা চুঁচুড়ার রাস্তায় রূপ নিল বাস্তবে। পতাকা হাতে, কণ্ঠে স্লোগান, বাংলার ঐক্য ও গৌরব রক্ষার শপথে উত্তাল হয়ে উঠল শহর।
বিধায়ক অসিত মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার মানুষকে অপমান করছে, বাঙালিদের রোহিঙ্গা বলে কটাক্ষ করছে, তার জবাব দিতেই এই সর্বধর্ম সমন্বয়ের পদযাত্রা। বাংলার মাটিতে আমরা সবাই এক, কোনও ভেদাভেদ নেই। ঐক্যের শক্তি দিয়েই আমরা কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছি।
দিনভর চুঁচুড়ার রাজপথে উৎসবের আবহ। ঢাকঢোলের তালে তালে এগিয়েছে মিছিল, হাতে নানা রঙের পতাকা, কণ্ঠে ঐক্যের গান। নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক সকলের অংশগ্রহণে পদযাত্রা হয়ে উঠল প্রাণবন্ত। স্থানীয়রা জানান, এমন সর্বধর্ম সমন্বয়ের মিছিল আগে খুব কমই দেখা গেছে। রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি ভ্রাতৃত্বের এমন দৃশ্য চুঁচুড়া শহরের মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।