পুজোর আর তিন সপ্তাহ বাকি। সাজসাজ রব পটুয়াপাড়ায় এবং প্যান্ডেলে প্যান্ডেলে। জোরদার চলছে পুজোর কেনাকাটা। কিন্তু এরই মধ্যে বাধ সেধেছে বৃষ্টি। গত কয়েকদিন ধরে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এর ফলে প্যান্ডেল তৈরির কাজ বাধা পাচ্ছে। অথচ মহালয়া আর মাত্র ১৫ দিন দূরে। তাই সময় মতো প্যান্ডেল তৈরির কাজ শেষ করতে এবং দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতার একাধিক পুজো কমিটি। উদ্যোক্তাদের তরফে প্যান্ডেল পুরোপুরি ঢেকে ফেলা হচ্ছে ত্রিপলে। প্যান্ডেলের ভিতর যে সমস্ত শৈল্পিক কারুকাজ করা হয় সেগুলি ছাদের নীচে তৈরি হচ্ছে। পুজোর ঠিক আগে সেগুলি প্যান্ডেলে লাগানো হবে। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে একাধিক পুজো কমিটি পাম্পের ব্যবস্থাও রাখছে।
এই মুহূর্তে বাংলার আমজনতা থেকে শুরু করে পুজোর উদ্যোক্তারা সকলেই জানতে চাইছেন পুজোয় কি বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরের সপ্তাহে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখনও দক্ষিণবঙ্গের উপর রয়েছে। এই অক্ষরেখা দিঘা থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। যার ফলে দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তবে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকেই খুশি করবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাড়বে আর্দ্রতাও। শহর কলকাতাতেও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সেই সঙ্গে উত্তরবঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা বলে হাওয়া অফিস জানিয়েছে। আগামী দুদিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, তারপর বৃষ্টির পর সম্ভবত তাপমাত্রা কমবে।