সম্প্রতি বিভিন্ন পণ্যে জিএসটির নতুন হার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জিএসটি ২.০ তে অধিকাংশ গাড়ির উপর ধার্য থাকা ২৮ শতাংশ জিএসটি কমে হচ্ছে ১৮ শতাংশ। মোদি সরকারের এই সিদ্ধান্তে অধিকাংশ গাড়ি নির্মাতা সংস্থা তাদের গাড়ির দাম কমাতে চলেছে বলে খবর। জানা গিয়েছে টাটা মোটর্স, মারুতি সুজুকি, হুন্ডাই মাহিন্দ্রার মতো একাধিক সংস্থা তাদের ছোট বাড়ির দাম কমাতে চলেছে। ভারতে সাধারণত ছোট গাড়িকেই গাড়ি শিল্পের শিরদাঁড়া বলে মনে করা হয়। কিন্তু আর্থিক মন্দার এবং করের হার বেশি থাকার কারণে গাড়ির শিল্পে দীর্ঘদিন ধরেই মন্দা চলছে। কিন্তু করের হার কমায় গাড়ি শিল্প চাঙ্গা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
করের হার কমায় অধিকাংশ ছোট এবং মাঝারি আকারের গাড়ির দাম কমতে চলেছে। কারণ এই ধরনের গাড়ির উপর আগে ২৮ শতাংশ কর ছিল। জিএসটি ২.০ তে সেটা কমে ১৮ শতাংশ হচ্ছে। তবে বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে অবশ্য করের হার ধার্য হয়েছে ৪০ শতাংশ। জিএসটি ২.০ তে বিলাস বহুল গাড়ির দামও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
বর্তমান কর ব্যবস্থায় ৪ মিটারের কম দৈর্ঘযুক্ত ১২০০ সিসি ইঞ্জিন পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি এবং ১ শতাংশ কম্পেন্সেশন সেহ আদায় করা হত। অন্যদিকে ৪ মিটারের কম দৈর্ঘ্য যুক্ত ১৫০০সিসির ডিজেল গাড়ির ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি এবং ৩ শতাংশ সেস অর্থাৎ মোট ৩১ শতাংশ কর আদায় করা হত। অন্যদিকে ৪ মিটারের বেশি দৈর্ঘ্য যুক্ত এবং ১৫০০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন গাড়িতে এতদিন ২৮ শতাংশ জিএসটি এবং ২২ শতাংশ শেস আদায় করা হত।
২২ সেপ্টেম্বর থেকে করের নতুন ধার্য হবে। এরই মধ্যে জানা গিয়েছে, ইতিমধ্যেই সাধারণ মানুষ অনেকেই গাড়ি কেনা নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন।
Leave a comment
Leave a comment