আসন্ন এশিয়া কাপের দলে ঠাঁই হয়নি শ্রেয়স আইয়ারের। যা নিয়ে বিতর্কের অন্ত নেই ক্রিকেট মহলে। সেই বিতর্কের মাঝেই আইয়ারের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিল বোর্ড। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দুটি তিনদিনের ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল। শনিবার ঘোষিত হল প্রথম ম্যাচের দল। আর সেই ম্যাচেই শ্রেয়সকে নেতা হিসেবে বেছে নিয়েছেন নির্বাচকরা।
এই দুই ম্যাচে ভারত ‘এ’ দল নামবে যথাক্রমে ১৬ এবং ২৩ সেপ্টেম্বর। শ্রেয়স ছাড়াও আরও বেশ কয়েকজন সিনিয়র ভারতীয় ক্রিকেটারকে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন ধ্রুব জুরেল, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণ। জুরেলকে দলের সহ অধিনায়ক মনোনীত করা হয়েছে। রয়েছেন এখনও টেস্ট অভিষেকের জন্য অপেক্ষারত অভিমন্যু ঈশ্বরণও। এ দিকে বিসিসিআই জানিয়েছে যে, দ্বিতীয় ম্যাচটিতে দেশের অভিজ্ঞ ওপেনার কে এল রাহুল এবং তারকা পেসার মহম্মদ সিরাজকেও খেলতে দেখা যাবে।
দলটি যদিও তেমন অভিজ্ঞ নয়। তবে নজর থাকবে শ্রেয়স আইয়ারের ব্যাটিং তথা নেতৃত্বের দিকে। অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে এই দুই ম্যাচে ভাল খেললে ক্যারিবিয়ান সিরিজের আগে আইয়ারের জন্য খুলে যেতেই পারে টেস্ট দলের দরজা।
অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে প্রভাব বিস্তারকারী বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারকে ভারত ‘এ’ দলে জায়গা দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছেন আয়ুষ বাদোনি, তনুশ কোটিয়ান, হর্ষ দুবে, মানব সুথার, এন জগদীশন এবং গুরনূর ব্রারের মতো খেলোয়াড়রা। শোনা যাচ্ছিল, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে এই দুই ম্যাচ খেলতে পারেন ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। তবে শেষ পর্যন্ত এই দলে নেই হিটম্যানের নাম। থাকছেন না সেই ক্রিকেটাররাও যারা আসন্ন এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এ ছাড়া জায়গা হয়নি চোট কাটিয়ে ফেরা সরফরাজ খানেরও।
ভারতীয় ‘এ’ দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরুনূর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার এবং যশ ঠাকুর।
