গুজরাটে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার বিকেল প্রায় ৩ টে নাগাদ গুজরাটের পঞ্চমহল জেলার পাওয়াগড় পাহাড়ে কার্গো রোপওয়ের তার ছিঁড়ে মৃত্যু হল ৬ জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন দুইজন লিফট অপারেটর, দুইজন শ্রমিক এবং আরও দু’জন সাধারণ মানুষ। ঘটনাটি ঘটে রোপওয়ের প্রথম টাওয়ারের বেস পয়েন্টের কাছাকাছি। সেখানে আঘাতের জেরে প্রাণ হারান সকলে।
জেলার কালেক্টর অজয় দাহিয়া জানান, এই কার্গো রোপওয়ে মূলত বিভিন্ন জিনিসপত্র বহনের কাজে ব্যবহৃত হত। তবে দুর্ঘটনার সময় সেটিতে ছ’জন মানুষ ছিলেন এবং সেটি পাহাড় থেকে নেমে আসছিল। তখনই ঘটে দুর্ঘটনা। পাঁচমহল জেলার পুলিশ সুপার হরেশ দুঢাত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে।
প্রসঙ্গত, পাওয়াগড় পাহাড়ে প্রায় ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত বিখ্যাত মহাকালীকা মন্দির। তীর্থযাত্রীরা প্রায় ২০০০ সিঁড়ি বেয়ে বা রোপওয়ে ব্যবহার করে মন্দিরে পৌঁছান। দুর্ঘটনায় ব্যবহৃত কার্গো রোপওয়ে মূলত জনসাধারণের জন্য ছিল না। ভক্তরা ব্যবহার করার মূল রোপওয়ে, গত দু’দিন ধরে খারাপ আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে বলে জানান কালেক্টর।
চম্পানার ওপর থেকে তিন ধাপে উঠে গেছে পাওয়াগড় পাহাড়, যার মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৭১ ফুট উঁচুতে। পাহাড়ের চূড়ায় অবস্থিত কালীমাতার মন্দিরে প্রতিবছর প্রায় আড়াই মিলিয়ন ভক্ত যান। তবে শনিবারের এই দুর্ঘটনা সেই ভক্তি ও আনন্দযাত্রার মধ্যেই ছায়া ফেলল শোকের।