২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ ফুটবল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ রবিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই একটি বাণিজ্যিক অংশীদার নির্বাচনের জন্য তারা দরপত্র আহ্বান করবে। জানানো হয়েছে ,সুপার কাপের খেলা পর্যয়ক্রমে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। প্রসঙ্গত শনিবার রাতেই ফেডারেশনের কার্যকরী কমিটি ভার্চুয়াল বৈঠক করেছে। আর তারপরই রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ এআইএফএফ-এর।
দেশের সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা সুপার কাপ আগে শুরু করা কথা আগেই জানিয়েছিল। আইএসএল ঘিরে জটিলতার মাঝেই বলা হয়েছিল, সেপ্টেম্বরের মাঝামাঝি সুপার কাপ দিয়ে শুরু হবে তাদের ২০২৫-২০২৬ এর ফুটবল মরসুম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, সেই সুপার কাপ পিছিয়ে ২৫ অক্টোবর থেকে শুরুর কথা জানানো হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফেডারেশনের বাণিজ্যিক অংশীদার নির্বাচন প্রক্রিয়ায় নজরদারি করবেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও। এদিকে মাস্টার রাইটস এগ্রিমেন্ট তথা এমআরএ পুনর্নবীকরণ না হলে আইএসএল শুরুও সম্ভব নয়। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে, ইতিমধ্যেই এআইএফএফ এবং এফএসডিএল এই নিয়ে বৈঠক করেছে। সমঝোতা সূত্র দ্রুত বের করে আইএসএল ঘিরে যাবতীয় জটিলতা কাটাতে দু-পক্ষই রাজি।
এমনই আবহে সুপার কাপের দিনক্ষণ ঘোষণা করে দিল ফেডারেশন। তবে আইএসএল-এর কতগুলি ক্লাব সুপার কাপে সামিল হবে তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। কেরালা ব্লাস্টার্স আগেই জানিয়েছিল, আইএসএল এর চিত্রটা পরিস্কার না হলে তারা দলের পিছনে আর ইনভেস্ট করবে না। কেরলের দেখানো পথে হাঁটতে চাইছে আইএসএল-এর আরও কয়েকটি ক্লাব। তাই সুপার কাপ শুরু আগে আগেই আইএসএল ঘিরে যাবতীয় জটিলতা কাটাতে বাড়তি উদ্যোগ নিচ্ছে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা।
