তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্টে চ্যাম্পিয়ন হল ভারতের পুরুষ দল। ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুগের নিখুঁত তিরন্দাজি তুলে নিয়েছে স্বর্ণপদক। রবিবার দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে রোমাঞ্চকর ফাইনালে একটা সময় পিছিয়ে পড়েও, শেষমেষ ২৩৫-২৩৩ ব্যবধানে হারিয়েছে ফ্রান্সকে। ভারতের পুরুষ দল স্বর্ণপদক জিতেছে এমন একটা সময়ে, যখন তাদের মহিলা ব্রিগেড ছিটকে গিয়েছে প্রি কোয়ার্টার ফাইনাল পর্বে। তিরন্দাজির বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত আট বছর কিন্তু পদক এনে দিয়েছিল মহিলা দল।
তিরন্দাজির কম্পাউন্ড ইভেন্টে পুরুষ ত্রয়ী ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুগে ফাইনালের শুরুতেই ৫৭-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়েন। পরে চাপের মধ্যেও দৃঢ়তা দেখিয়ে দ্বিতীয় প্রান্তে ছয়টি নিখুঁত ১০ করে ফিরে আসেন। তিন প্রান্তের পরে ভারত ও ফ্রান্সের স্কোর দাঁড়ায় ১৭৬-১৭৬। নির্ণায়ক ম্যাচে দুরন্ত ছিল ভারতীয় ত্রয়ীর পারফরম্যান্স। ফ্রান্সের তিরন্দাজরা দুটি ৯ হিট করলেও, ভারতের সর্বনিম্ন র্যাঙ্কিং যোগ্যতা অর্জনকারী ফুগে কিন্তু কোনও ভুলচুক করেননি। তাঁর চূড়ান্ত তির ১০-এ আঘাত করতেই ঐতিহাসিক স্বর্ণপদক নিশ্চিত হয়ে যায় মেন ইন ব্লু-র।
জাতীয় দলের কোচ জীবনজোত সিং অবশ্য দলগত পারফরম্যান্সকেই কৃতিত্ব দিয়েছেন। বলেছেন, “শুধু ফুগেই নন, তিনজনের প্রত্যেকেই অসাধারণ প্রদর্শন করেছেন এবং চাপের কাছে নতি স্বীকার না করে একে অপরের পরিপূরক হয়েছেন”। ফাইনালে ওঠার পথে ভারত হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ককে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ দল দলগত সোনা জেতার পাশাপাশি মিক্সড ডাবলস থেকেও রুপো জিতেছে। মিক্সড ডাবলস টিমে ছিলেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেনাম। তাঁরা ফাইনালে নেদারল্যান্ডসের মাইক শ্লোসার ও সানে ডি লাটের কাছে হেরেছেন ১৫৫-১৫৭ ব্যবধানে।
টিম ইভেন্টের সোনার পাশাপাশি বছর ২৩-এর ঋষভ যাদবের ঝুলিতে রুপোর পদকও। বিশ্ব চ্যাম্পিয়নশিপের বকেয়া ব্যক্তিগত ইভেন্টগুলি থেকেও পদক জয়ের প্রত্যাশা ভারতীয় তিরন্দাজ দলের বাকি সদস্যদের।