গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে হকির এশিয়া কাপ জিতে নিল ভারত। রবিবার বিহারের রাজগীর স্টেডিয়ামে ভারতের পুরুষ দলের এই ঐতিহাসিক জয়, জায়গা করে দিল দুহাজার ছাব্বিশের বিশ্বকাপ হকির মূলপর্বে। নেদারল্যান্ড এবং বেলজিয়ামে বসবে হকির পরবর্তী বিশ্বকাপ।
এশিয়া কাপ হকির ফাইনালে ভারতের হয়ে গোলগুলি করেছেন সুখজিত সিং, দিলপ্রীত সিং(২) এবং অমিত রোহিদাস। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন দলের হয়ে ব্যবধান কমিয়েছেন সোন ডাইন।এশিয়া কাপ হকির ফাইনালের আগে দু-দেশের মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ২২ বার। দ্বৈরথে ভারত জিতেছে ১০ বার, হেরেছিল ২ বার, বাকি সব ম্যাচ ড্র। সেই পরিসংখ্যান এদিন আরও উন্নত করেছেন জাতীয় দলের কোচ ক্রেগ ফুলটনের খেলোয়াড়রা।
চলতি এশিয়া কাপের সুপার ফোরে দু-দলের খেলা শেষ হয়েছিল ২-২ গোলে। তাছাড়া সেই ২০২১ সালে সুলতান আজলান শাহ কাপের ফাইনালে ভারত পেন্টাল্টি শুট আউটে হেরেছিল দক্ষিণ কোরিয়ার কাছে। বস্তুত পক্ষে রবিবারের এশিয়া কাপ হকির ফাইনাল ম্যাচে ভারতই কিন্তু ফেভারিট হিসেবে খেলা শুরু করেছিল।
প্রথম কোয়ার্টারের শুরু হত না হতেই সুখজিত সিং গোল করে ভারতকে ১-০ তে এগিয়ে দিয়েছেন। তবে এই কোয়ার্টারে সুখজিত গোল পেলেও, পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে পারেননি যুগরাজ সিং। তাঁর শট রুখে দিয়েছেন কোরিয়ান গোলরক্ষক। ফলে ব্যবধান আরও বাড়ানোর সুযোগও কিন্তু নষ্ট হয়েছে প্রথম কোয়ার্টারে।
যুগরাজ সিং এর কাছে ফাইনালের প্রথম কোয়ার্টারের মতোই, অস্বস্তিকর ছিল দ্বিতীয় কোয়ার্টারও। কারণ এই পর্বেও তাঁকে কার্ড দেখে মাঠের বাইরে থাকতে হয়েছে ৫ মিনিট। তবুও দশ জনের ভারতও এদিন ছিল একরকম অপ্রতিরোধ্য। বিরতির মিনিট তিনেক আগে দলের লিড বাড়িয়ে ২-০ করেছেন দিলপ্রীত। লম্বা পাস রিসিভ করেই সঞ্জয় সেটি বাড়ান বিপক্ষের ডি তে থাকা দিলপ্রীতের উদ্দেশ্যে। দিলপ্রীতের চকিতে নেওয়া শট কোরিয়ান গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গোলবক্সের নেটে জড়িয়েছে। বিরতিতে ভারত এগিয়ে ছিল ২-০ গোলে।
২ গোলে পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রয়াস চালিয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে ভারতের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। এই পর্বে পেনাল্টি কর্নার রুখে দিয়েছেন গোলরক্ষক পাঠক। দিলপ্রীতের দ্বিতীয় গোলটি এসেছে তৃতীয় কোয়ার্টারে। অধিনায়ক হরমনপ্রীতের বাড়ান পাস রিসিভ করে দিলপ্রীতকে বাড়ান রাজিন্দর সিং। দিলপ্রীতের বুদ্ধিদীপ্ত স্টিকওয়ার্ক খুঁজে নিয়েছে কোরিয়ার গোলবক্স। ভারতের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ ।
শেষ কোয়ার্টারে ব্যবধান বাড়িয়ে ৪-০ করেছেন অমিত রোহিদাস। পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন তিনি। এই পর্বে ব্যবধান কমিয়েছে ১-৪ করেছেন দক্ষিণ কোরিয়ার সোন ডাইন। তিনিও পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন। শেষ লগ্নেও ব্যবধান কমাতে চেষ্টা চালিয়েছে কোরিয়া। কিন্তু কাঙ্খিত গোল কিন্তু করতে পারেননি কোরিয়ান প্লেয়াররা। শেষ পর্যন্ত ৪-১ গোলে ম্যাচ বের করে নিয়েছে আয়োজক ভারত। ভরা গ্যালারির উচ্ছ্বাস বাড়িয়েছে কয়েকগুন।
এদিকে ফাইনালের আগে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচে চিনকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার হয়ে গোলগুলি করেছেন অনুর(২), সুমন্ত্রি এবং ছোলান। অন্যদিকে চিনের হয়ে ব্যবধান কমান জিশেং গাও।
ভারত
কৃষ্ণ বাহাদুর পাঠক(গোলরক্ষক), সঞ্জয়, যুগরাজ সিং, হরমনপ্রীত সিং(অধিনায়ক), সুমিত, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, রাজিন্দর সিং, , মনদীপ সিং,অভিষেক, সুখজিত সিং,