অক্টোবরে অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজেই দেশের জার্সিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কি শেষবারের মতো দেখা যাবে? ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি ”রো-কো” দের ঘিরে ফের জল্পনা উস্কে উঠল। হিটম্যানকে ভারতীয় জার্সিতে শেষবারের মতো দেখা যেতে পারে, বিশেষ করে অধিনায়ক হিসেবে। কারণ এই ফরম্যাটে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে উঠে আসছে শুভমন গিলের নাম।
টেস্ট অধিনায়ক শুভমন গিলকে ভারতের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক নিযুক্ত করার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে এই নিয়ে চলছে জোর আলোচনা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ ঘিরে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল তাঁর টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরপরই। একই প্রশ্ন বিরাট কোহলিকে ঘিরেও। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের দিকে নজর রেখে, জাতীয় নির্বাচক কমিটি দ্রুত নতুন ওয়ানডে অধিনায়ককে বেছে নিতে চায়। কারণ বড় আসরে নামার আগে নতুন অধিনায়ককে পর্যপ্ত সময় দিয়ে তৈরি করার সুযোগ দিতে আগ্রহী নির্বাচক কমিটির সদস্যরা।
অক্টোবরের অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক রোহিত না ব্যাটার রোহিত, কোন ভূমিকায় হিটম্যান থাকবেন তা নিয়েও চলছে জল্পনা। যদি ৩৮ পার করা রোহিত ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে চান, তা হলে তিনি চাইবেন অধিনায়ক হিসেবে পরবর্তী (২০২৭ সালের) ওডিআই বিশ্বকাপ জিততে। তবে তাঁর সেই চাওয়াটা কতটা বাস্তবে রূপ নেবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে।
সূত্রের খবর, ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে গিলের নিয়োগ নিয়ে কোনও প্রশ্ন বা সংশয় আর নেই। আনুষ্ঠানিক ঘোষণা হওয়া কেবল সময়ের অপেক্ষা।
ভারত যখন অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন কেবল রোহিত আর কোহলির সেরা পারফরম্যান্সই পারবে নির্বাচকদের আস্থা ধরে রাখতে। কারণ দু বছর পরেই ওডিআই বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের আগে ভারতের ক্রিকেট ক্রীড়াসূচিতে খুব বেশি ওডিআই ম্যাচও নেই। শুধুমাত্র একটা ফর্ম্যাটে খেলা দুই কিংবদন্তির ফিটনেস ও ফর্ম বজায় রাখা নিয়েও সন্দেহটা তাই থেকেই যাচ্ছে। তাছাড়া বয়সটাও তাঁদের কাছে বড় বাধা।
সকল ফর্ম্যাটের জন্য একজন অধিনায়ক। জাতীয় ক্রিকেট দলকে ঘিরে এমন নীতিই আঁকড়ে ধরতে আগ্রহী নির্বাচক কমিটি। আর সেই কারণে নতুন টেস্ট অধিনায়ককে তুলে নিয়ে আসা হয়েছে টি-২০ এশিয়া কাপের সহ অধিনায়কের ভূমিকায়। অক্ষর প্যাটেলকে সরিয়ে গিলের সহ অধিনায়ক হওয়া সেই কারণেই। ক্রিকেট বিশ্লেষকদের বক্তব্য, সূর্যকুমার যাদবকে সরিয়ে অধিনায়ক গিলের আত্মপ্রকাশও খুব বেশি দেরি নেই। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ শেষ হলেই অধিনায়কত্বের মুকুট হারাতে পারেন সূর্যকুমার যাদব। তার বর্তমান বয়স ৩৪ বছর। এই দিক থেকে দেখলে বছর পঁচিশের শুভমন গিল তাই বোর্ডের অধিকাংশ নির্বাচকের কাছে বেশি পছন্দের।