ভ্যালেন্টাইন’স ডে-র সময় রোম্যান্টিক ভ্রমণের খোঁজ করছেন? ফ্লোরিডার মিয়ামি থেকে রওনা হওয়া এক বিশেষ ক্রুজ হয়তো আপনার জন্য চমক হতে পারে। এর নাম ‘বিগ নিউড বোট’। তবে এই ক্রুজের বিশেষত্ব হল,এখানে যাত্রীরা থাকেন একেবারে নগ্ন অবস্থায়।
এটি আয়োজন করে আমেরিকার প্রতিষ্ঠান বেয়ার নেসেসিটিজ। ১৯৯০ সাল থেকে এই বিশেষ নগ্ন ক্রুজ আয়োজন করা হচ্ছে এবং ২০২৬ সালে এটি আবার ফিরছে,”বড়, সাহসী আর আরও মুক্ত ভঙ্গিতে”। সংগঠকদের মতে, এটি কোনও যৌনতার বিষয় নয়, বরং স্বস্তি, আত্মবিশ্বাস এবং স্বাভাবিকতার প্রকাশ।
২০২৬ সালের ক্রুজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে যাত্রীরা উপভোগ করবেন থিম নাইট, ওয়ার্কশপ, পার্টি এবং নানা বিনোদন। গন্তব্যের মধ্যে রয়েছে এবিসি দ্বীপপুঞ্জ (আরুবা, বোনায়ার, কুরাসাও), জ্যামাইকা এবং নরওয়েজিয়ান ক্রুজ লাইনের ব্যক্তিগত বাহামিয়ান দ্বীপ গ্রেট স্টিরাপ, যা কেবলমাত্র নগ্ন পর্যটকদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া জুলাই ২০২৬-এ আরও দুটি ট্রিপ হবে, ৭ জুলাই ও ২৬ জুলাই—মালাগা থেকে আজোরেস পর্যন্ত।
ক্রুজে ব্যবহৃত হবে নরওয়েজিয়ান পার্ল একটি ২,৩০০ যাত্রীর বিলাসবহুল জাহাজ। এখানে রয়েছে ১৬টি রেস্তোরাঁ, ১৪টি বার, বোলিং লেন, ক্যাসিনো, স্পা এবং গার্ডেন ভিলা। চাইলে যাত্রীরা ফরাসি টেস্টিং মেনু, ব্রাজিলিয়ান চুররাস্কারিয়া বা ২৪ ঘণ্টার বার্গার হাউস উপভোগ করতে পারবেন। এছাড়া আছে ম্যান্ডারা স্পা, ডিউটি-ফ্রি শপিং বুটিক এবং হুইস্কি টেস্টিং লাউঞ্জ।
অবশ্যই কিছু নিয়ম মানতে হয়। ডাইনিং হলে, ক্যাপ্টেনের রিসেপশনে, সাংস্কৃতিক অনুষ্ঠানে ও বন্দরে নামার সময় পোশাক পরা বাধ্যতামূলক। পুল ও ডান্স ফ্লোরে ফটো তোলা নিষিদ্ধ। আর কোনও অসদাচরণ করলে যাত্রীকে সঙ্গে সঙ্গে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়, কোনও রিফান্ড ছাড়াই। তাই এটি কোনও সুইঙ্গার পার্টি নয়, বরং এক সম্মানজনক ন্যাচুরিস্ট কমিউনিটি।
নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, এই ক্রুজে কেবিনভেদে টিকিটের দাম সর্বোচ্চ ৪৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবুও প্রতি বছর হাজারো মানুষ এই ভ্রমণে যোগ দেন। অনেকের জন্য এটি হয়ে উঠেছে নিয়মিত অভ্যাস।
২০২৬ সালের ‘বিগ নিউড বোট’ তাই ভ্রমণপ্রেমীদের আহ্বান জানাচ্ছে এক অনন্য অভিজ্ঞতার জন্য। তাদের ভাষায়, এটি একেবারে “বেয়ারাডাইস”,যেখানে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র বিষয় হল, আপনি কায়াক চালাবেন, জিপলাইনে ঝাঁপাবেন, নাকি শুধু রোদ মেখে বসে থাকবেন, পোশাক ছাড়াই।