আফ্রিকা, এশিয়াকে বাঁকা চোখে দেখা আমেরিকানরা নিজেদের একটু বেশিই সভ্য বলে দাবি করে। কিন্তু এই দাবি যে কতটা অযৌক্তিক তা ফের প্রকাশ্যে এল একটা মর্মান্তিক ঘটনার মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে প্রস্রাব করা থেকে একজনকে বাধা দেওয়ায় তার ছোড়া গুলিতেই নিহত হলেন হরিয়ানার এক যুবক। ২৬ বছর বয়সী নিহত যুবকের নাম কপিল, যিনি হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কপিল ক্যালিফোর্নিয়ায় একটি দোকানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। নাগরিক জীবনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে এক ব্যক্তি দোকানের বাইরে রাস্তায় প্রস্রাব করতে গেলে তিনি আপত্তি জানান। এই নিয়ে কথা কাটাকাটির পর ওই ব্যক্তি হঠাৎ বন্দুক বের করে কপিলকে গুলি করে খুন করে। জানিয়েছেন জিন্দ জেলার বারাহ কালান গ্রামের প্রধান সুরেশ কুমার গৌতম।
প্রায় তিন বছর আগে কপিল ‘ডঙ্কি রুট’ ধরে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তিনি পানামার জঙ্গল পেরিয়ে মেক্সিকো সীমান্তের প্রাচীর টপকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। প্রথমে গ্রেফতার হলেও পরে আইনি প্রক্রিয়া শেষে মুক্তি পান এবং তখন থেকে সেখানেই বসবাস করছিলেন। এ জন্য তার পরিবারকে প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার ও হরিয়ানা সরকারের কাছে কপিলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে।
তবে শুধু কপিলই নয়, আমেরিকায় উল্লেখযোগ্যভাবে বাড়ছে ভারতীয়দের উপর হামলার ঘটনা। মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আরও এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি দোকানে ডাকাতির সময় গুলিতে নিহত হন। মার্চ মাসে ভার্জিনিয়ায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে ২৪ বছরের ভারতীয় তরুণী ও তার ৫৬ বছর বয়সী বাবাকে গুলি করে হত্যা করা হয়েছিল।