সদ্য মেট্রো রেলের তিনটি প্রকল্প উদ্বোধন করতে শহরে ঘুরে গেলেও ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এবার সশস্ত্র বাহিনীর বিশেষ অনুষ্ঠানে। আগামী ১৫ সেপ্টেম্বর কলকাতায় ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর এই বিশেষ অনুষ্ঠান ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’-এর উদ্বোধন হবে। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল ‘ইয়ার অফ রিফর্মস – ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার’, যার বাংলা করলে দাঁড়ায় ‘সংস্কারের বছর – ভবিষ্যতের জন্য রূপান্তর’। অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে সেনাবাহিনীর সংস্কার, রূপান্তর ও পরিবর্তন এবং কার্যক্রমগত প্রস্তুতি।
তিন দিনব্যাপী সেনাবাহিনীর অনুষ্ঠান হলেও ১৫ সেপ্টেম্বরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। এছাড়াও উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সহ আরও অনেকে। এই বিষয়ে ইস্টার্ন কমান্ডকে ইতিমধ্যেই বিস্তারিত ভাবে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মতে, এই কনফারেন্স হল সশস্ত্র বাহিনীর সেই সর্বোচ্চ মেধাচর্চার মঞ্চ, যেখানে দেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব কৌশলগত ও ধারণাগত বিষয়ে মতবিনিময় করেন। সর্বশেষ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ভোপালে।
এর আগে মেট্রো রেলের প্রকল্প উদ্বোধন ছাড়াও দমদমে একটি মেগা সভাও করেছিলেন প্রধানমন্ত্রী। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর ফের কলকাতা সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হলেও এবারে নরেন্দ্র মোদির কোনও সভাসূচি নেই বলেই জানা গেছে।
