বলিউড সুপারহিট ছবি দাবাং-এর পরিচালক অভিনব কাশ্যপ ফের আক্রমণ শানালেন ছবির নায়ক সলমন খানকে। নতুন এক সাক্ষাৎকারে তিনি সলমনকে “গুন্ডা ও বেয়াদপ মানুষ” বলে উল্লেখ করেছেন।
অভিনব কাশ্যপ বলেন, “সলমন কখনও অভিনয়ে মন দেননি। গত ২৫ বছর ধরে তিনি কেবল উপস্থিত থাকেন, কাজ করেন না। তাঁর কাছে অভিনয় কোনও গুরুত্ব বহন করে না, তিনি শুধু তারকা-খ্যাতির ক্ষমতায় মজে আছেন। দাবাং করার আগে জানতাম না যে তিনি আসলে একজন গুন্ডা। সলমন বেয়াদপ, খারাপ মানুষ।”
কাশ্যপের অভিযোগ, সলমনই বলিউডে স্টার সিস্টেম চালু করেছেন।
“তারা (খান পরিবার) প্রতিহিংসাপরায়ণ। ইন্ডাস্ট্রির সবকিছু নিয়ন্ত্রণ করে। কারও সঙ্গে মত না মিললে তাকে ধ্বংস করার চেষ্টা করে,” বলেন তিনি। অভিনব জানান, তাঁর দাদা অনুরাগ কাশ্যপ তাঁকে আগেই সাবধান করেছিলেন।
“অনুরাগদা আমাকে বলেছিলেন, তুমি সলমনের সঙ্গে কাজ করতে পারবে না। কারণ ওরা শকুনের মতো। সহজেই কাউকে চেপে ধরে। তিনিও তেরে নাম-এর সময় একই অভিজ্ঞতার শিকার হন”, বলেন তিনি।
অভিনবের দাবি, অনুরাগ কাশ্যপ তেরে নাম-এর চিত্রনাট্য লিখেছিলেন। কিন্তু প্রযোজক বনি কাপুর তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, এরপর অনুরাগ ছবি ছেড়ে দেন। এমনকি তাঁকে কৃতিত্বও দেওয়া হয়নি।
২০২০ সালে অভিনব ফেসবুক পোস্টে অভিযোগ করেছিলেন, সলমন ও তাঁর ভাই আরবাজ ও সোহেল খান এবং বাবা সেলিম খান মিলে তাঁর ক্যারিয়ার ধ্বংস করেছেন।
সেই সময় আরবাজ জানিয়েছিলেন, তিনি আইনি ব্যবস্থা নেবেন। সেলিম খান প্রতিক্রিয়ায় বলেছিলেন, “অভিনব একজন পাগল মানুষ। তাঁকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।”
সলমন খান এই নিয়ে কোনও প্রকাশ্য মন্তব্য করেননি। দাবাং মুক্তির ১৫ বছর পূর্তির আগে (১০ সেপ্টেম্বর, ২০২৫) ফের একবার চর্চার কেন্দ্রে চলে এল সলমন বনাম অভিনব কাশ্যপ বিরোধ।
