কয়েকদিন আগে লালকেল্লা প্রাঙ্গণে জৈনদের এক বিশেষ অনুষ্ঠান থেকে চুরি গিয়েছিল হীরক কচিত দুটি কলস। সেই কলস চোরকে গ্রেফতার করল পুলিস। অভিযুক্ত চোরকে উত্তরপ্রদেশের হাপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। চুরি যাওয়া কলস দুটির মূল্য ছিল প্রায় দেড় কোটি টাকা। এর সঙ্গে আরও বেশ কিছু মূল্যবান জিনিসও হাতিয়ে নিয়েছিল পুরোহিতের বেশে আসা ওই চোর।
পুলিস জানিয়েছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ভূষণ ভার্মা নামে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। ২৮ অগস্ট থেকে দিল্লিতে লালকেল্লা প্রাঙ্গনে জৈন সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানেই ৩ সেপ্টেম্বর ওই চুরির ঘটনা ঘটে। অভিযুক্ত ভূষণ দুটি হীরক খচিত কলস-সহ ১১৫ গ্রাম সোনা এবং হীরে ও পান্না সহ বেশ কিছু মূল্যবান ধাতু চুরি করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভূষণ জৈন সম্প্রদায়ের মানুষ নন। কিন্তু তিনি জৈনদের ধর্মীয় রীতি-নীতি মেনেই পোশাক পরে সেদিন লালকেল্লা প্রাঙ্গণে ঢুকেছিলেন। ভিড়ের সুযোগ নিয়ে তিনি বহু মূল্যবান কলস সহ অন্যান্য মূল্যবান ধাতু নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন। তার বিরুদ্ধে আগেও পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ওই দুটি মূল্যবান কলস ও অন্যান্য মূল্যবান ধাতু ও রত্নের মালিক হলেন সুধীর জয়েন নামে এক ব্যবসায়ী। ঘটনার পর সুধীর দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানান। তারপরেই সিসি টিভির ফুটেজ দেখে চোর ভূষণকে চিহ্নিত করে গ্রেফতার করল পুলিশ।
