নন-ইমিগ্রান্ট ভিসা নিয়মে বড় পরিবর্তন আনল মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আবেদনকারীর নিজের দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে করতে হবে। এর ফলে ভারতীয় আবেদনকারীদের জন্য ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
নতুন নিয়মে কী আছে? ৬ সেপ্টেম্বর প্রকাশিত মার্কিন বিদেশ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নন-ইমিগ্রান্ট ভিসা (NIV) আবেদনকারীদের তাদের নিজের দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের তারিখ বুক করতে হবে। অন্য দেশে সাক্ষাৎকারের জন্য বুক করলে ভিসা অনুমোদন পাওয়া আরও কঠিন হবে এবং এই ক্ষেত্রে দেওয়া ফি ফেরত দেওয়া হবে না। তবে যেসব অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যেই বুক করা আছে, সেগুলি বাতিল হবে না বলে জানানো হয়েছে।
কেন এমন নীতি? আসলে ট্রাম্প প্রশাসন এমনিতেই আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের তাড়াতে বদ্ধপরিকর। তাই আগে থেকেই এমন এক ব্যবস্থা করা হচ্ছে যার মাধ্যমে এমন আবেদনকারীদের আটকানো যায়। অনেকেই দীর্ঘ অপেক্ষা এড়াতে কাছের দেশগুলোতে গিয়ে দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করতেন।
আগে লম্বা অপেক্ষার কারণে ভারতের অনেকে শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ডের মতো দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিতেন। কোভিডের সময়ে বিশাল ব্যাকলগ সামলাতে এই সুবিধা চালু হলেও এবার নতুন নিয়মে তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ফলে এখন ভারতীয় ভিসা আবেদনকারীদের মাসের পর মাস অপেক্ষা করতে হবে শুধু সাক্ষাৎকারের জন্য। যারা স্বল্প নোটিসে যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।
তথ্য বলছে, কলকাতায় ব্যবসায়িক ভিসার (B1/B2) অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে হত প্রায় ৫.৫ মাস, আর ছাত্র ভিসা (F/M) ও এক্সচেঞ্জ ভিসার (J) ক্ষেত্রে অপেক্ষা মাত্র ২ মাস। মার্কিন সরকার নন-ইমিগ্রান্ট ভিসার জন্য ব্যক্তিগত সাক্ষাৎকারও সবার জন্য বাধ্যতামূলক করেছে। আগে ১৪ বছরের নীচে, ৭৯ বছরের বেশি বয়সীদের এবং পুনর্নবীকরণকারীদের এই সাক্ষাৎকার থেকে ছাড় দেওয়া হত।