২০২৩ সালে বক্স অফিসে ইতিহাস গড়েছিল সানি দেওল ও অনিল শর্মার ছবি গদর ২। এই ছবি ৫০০ কোটিরও বেশি ব্যবসা করে ভারতীয় সিনেমার অন্যতম ব্লকবাস্টার হয়ে ওঠে। সেই সাফল্যের পর থেকেই তাঁদের নতুন করে পর্দায় ফিরে আসা নিয়ে নানা জল্পনা চলছিল।
আগে এক সাক্ষাৎকারে অনিল শর্মা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ‘গদর ৩’ তৈরি হবে এবং লেখকরা ইতিমধ্যেই কাহিনি নিয়ে কাজ শুরু করেছেন, যাতে ” ফ্র্যাঞ্চাইজিকে ট্রিলজি আকারে উপস্থাপন করা যায়। একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে, অনিল শর্মা সম্প্রতি সানি দেওলের সঙ্গে বৈঠক করেছেন একটি বিশাল অ্যাকশন ড্রামা ছবি নিয়ে, যার নাম ‘কোল কিং’।
এক সূত্রের খবর অনুযায়ী,“গত দুই বছর ধরে অনিল শর্মা ও সানি দেওল একাধিক নতুন আইডিয়া নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ‘কোল কিং’ নিয়ে সবচেয়ে উৎসাহিত তাঁরা। ছবিটি কয়লা মাফিয়াকে ঘিরে তৈরি হবে। এখানে সানি দেওলকে একদম নতুন রূপে দেখা যাবে। ছবির স্ক্রিপ্ট লেখা শেষ হয়েছে, এখন ডায়লগ ড্রাফট তৈরির কাজ চলছে।”
তবে সূত্র জানাচ্ছে, আলোচনা এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু গুছিয়ে এগোতে কিছুটা সময় লাগবে। জানা গিয়েছে, “কোল কিং”-এর পাশাপাশি অনিল শর্মা ‘গদর ৩’ এর কাজও এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটি একটি বড় মাপের পিরিয়ড অ্যাকশন ফিল্ম হবে। কোন ছবিটি তাঁর পরের প্রোজেক্ট হবে, সেই সিদ্ধান্ত এঊ বছরের শেষেই নেওয়া হবে। আপাতত তিনটি স্ক্রিপ্ট নিয়েই একসঙ্গে কাজ চলছে।
অন্যদিকে সানি দেওল ভীষণ ব্যস্ত। তিনি শীঘ্রই সিদ্ধার্থ পি মালহোত্রার সঙ্গে নেটফ্লিক্সের জন্য একটি অ্যাকশন ছবির শুটিং শুরু করবেন। এরপর এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত বড় মাপের অ্যাকশন থ্রিলারের কাজ করবেন। এছাড়া রামায়ণ-এ ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি, যার শুটিং ২০২৫ সালের শেষ দিকে আবার শুরু হবে।
আগামী বছরে সানি দেওলের হাতে রয়েছে একাধিক বড় রিলিজ। রয়েছে বর্ডার ২, লাহোর: ১৯৪৭, আর তার সঙ্গে অনিল শর্মার ছবিও। ফলে ভক্তদের জন্য সুখবর, গদর ৩ হোক বা কোল কিং, সানি দেওল ও অনিল শর্মার এই নতুন জুটি আবারও বক্স অফিসে ঝড় তুলতে চলেছে।