দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল ৪৮ বছরের এক ট্যাক্সিচালক, লোম শঙ্কর নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি যাত্রাপথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন এবং গাড়ি চালানোর সময় অশালীন আচরণ করেন। ঘটনাটি ঘটেছে সোমবার, দিল্লির মরিস নগর এলাকায়। ঘটনার পর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ওই ছাত্রী অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী। তিনি বেঙ্গালুরু থেকে এসেছেন এবং মডেল টাউন এলাকার ভাড়াবাড়ি থেকে যাত্রার জন্য ক্যাব বুক করেছিলেন।
অভিযোগে বলা হয়েছে, যাত্রার শুরুতেই চালক তাঁকে সামনের সিটে বসতে বলেন, কিন্তু তিনি রাজি হননি। এরপর অভিযুক্ত বুঝতে পারেন যে ছাত্রী দক্ষিণ ভারতের বাসিন্দা এবং তখনই তিনি অশ্লীল মন্তব্য করতে শুরু করেন। অভিযোগ আরও যে, চালক তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত চলন্ত গাড়িতে অশ্লীল কাজ শুরু করেন।
ছাত্রীর প্রতিবাদ সত্ত্বেও অভিযুক্ত থামেননি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে পৌঁছেই ছাত্রী কোনোভাবে গাড়ি থেকে নেমে সাহায্য চান। পরে তিনি লিখিত অভিযোগ দাখিল করেন মরিস নগর থানায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মালকাগঞ্জের বাসিন্দা। তাকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী ছাত্রীকে কাউন্সেলিং করানো হচ্ছে।
দিল্লি পুলিশ যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত বার্তা দিয়ে বলেছে, ক্যাব ব্যবহার করার সময় চালকের রেটিং পরীক্ষা করা, যাত্রার বিস্তারিত তথ্য শেয়ার করা, লাইভ লোকেশন পাঠানো এবং জরুরি পরিস্থিতিতে দিল্লি পুলিশের “হিম্মত অ্যাপ” ব্যবহার করা অত্যন্ত জরুরি।