সম্প্রতি তনুজা কন্যা তানিশা মুখার্জির একটি মন্তব্য নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে ।বলিউডে কেরিয়ারে বিশেষ কিছু করতে না পারলেও পারিবারিক দিক দিয়ে তানিশা একেবারে পুরোপুরি নিবেদিতপ্রাণ।পরিবারের বিভিন্ন ছবি, দুর্গাপুজোর সময়কার বিভিন্ন ক্লিক ইত্যাদি তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন। অনেকে বলেন, আসলে কেরিয়ারে সেভাবে কিছু করতে পারেননি বলেই লাইম লাইটে থাকার জন্য সবসময় ইউএসপি হিসেবে বেছে নেন পরিবারকে আর এবারেও তার ব্যতিক্রম হয়নি। এতখানি পড়ে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তানিশা কী এমন করেছেন যা একেবারে ভাইরাল হয়ে কাঁপিয়ে দিয়েছে নেটদুনিয়া । হ্যাঁ এবার সেই প্রসঙ্গ।
কাজল ও তানিশা, দুই বোনের মধ্যে ভীষণ ভাব আর সকলেই জানেন যে কোনও পারিবারিক অনুষ্ঠানে দুজনকে সব সময় দেখা যায় একসঙ্গে । সেই তানিশাই এবার স্বীকার করে নিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হলেন কাজল। কেননা তিনি তার সন্তান যুগকে যেভাবে বড় করে তুলেছেন তার কোন তুলনা হয় না। যুগ একদিকে যেমন মা-বাবার অত্যন্ত বাধ্য তেমনি মাসির নয়নের মণি। শান্তশিষ্ট স্বভাবের ছেলেটি এই বয়সের আর পাঁচজনের থেকে খানিকটা আলাদা আর এখানেই কাজ করছে কাজলের মাতৃত্বের রসায়ন। কাজল যেভাবে মেয়ে নাইসা ও ছেলের যুগকে জীবনের প্রতিটি পদক্ষেপে গাইড করেছেন তাদের চারপাশটা বুঝতে সাহায্য করেছেন এরকমটা মনে হয় খুব কম মা-ই করে থাকেন । যুগ ইতিমধ্যেই একটি হলিউড ছবিতে ভয়েস দিয়েছে।
তবে তানিশা একটু ঠাট্টাচ্ছলে ঠুকে দিয়েছেন জামাইবাবু অজয় দেবগনকে । স্পষ্টই বলেছেন অজয় তো সবসময় শুটিংয়ে ব্যস্ত থাকে। ও আর ছেলেমেয়েদের সময় দেবে কখন কাজলকে সামলাতে হয় পুরোটা।
প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯৫ সালে ,’হালচাল’ ছবির সেটে কাজলের সঙ্গে অজয়ের প্রথম পরিচয় । চার বছর প্রেম করার পর ১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০০৩-এ মেয়ে নাইসা আর ২০১০-এ ছেলে যুগের জন্ম হয়। তবে তানিশার মতে এখনকার দিনের ছেলেমেয়েদের মতো যুগ একেবারেই নয় আর মাসির সঙ্গে সর্বক্ষণ লেগে থাকে খুনসুটি। জানালেন, যুগের ৩৫ বছর বয়স হওয়া অব্দি তারা চুটিয়ে আনন্দ করবেন সবরকম ভাবে জীবনটাকে উপভোগ করবেন। তবে তারপর তাদের বয়স বাড়বে আস্তে আস্তে রাশ টানতে হবে এই উদ্দাম জীবনে। তবে নিজে বিয়ে না করলেও নাইসা আর যুগকে নিয়ে ভীষণই খুশি তানিশা।
কিন্তু যাকে ঘিরে এত মন্তব্য সেই কাজল কী বলছেন?
এনিয়ে কাজলের প্রতিক্রিয়া মেলেনি। হয়তো প্রাইভেট পার্সেন বলেই পেরেন্টিং -এর মতো বিষয়কে পাবলিক করতে চান না নয়ের দশকের প্রথম সারির এই নায়িকা।
Leave a comment
Leave a comment