বলিউডের কাপুর পরিবারে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে
তীব্র অন্তর্দ্বন্দ্ব। আরও ঘোরালো হয়েছে প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে আইনি লড়াই। কারণ সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী করিশ্মা কাপুর ও তাঁর দুই সন্তান শিল্পপতির বিধবা স্ত্রীর বিরুদ্ধে উইল জালিয়াতি করার অভিযোগ করেছেন। একই সঙ্গে তাঁরা পারিবারিক সম্পত্তির পাঁচ ভাগে ভাগ করার দাবিও জানিয়েছেন। অন্যদিকে প্রিয়া আদালতকে জানিয়েছেন, করিশ্মার দুই সন্তানকে ১৯০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি দেওয়া হয়েছে। এরপর আর তাদের কোনও কিছু পাওনা থাকতে পারে না। করিশ্মা ও সঞ্জয়ের ছেলেমেয়ে সামাইরা ও কিয়ান তাঁদের সৎ মা প্রিয়া সচদেব কাপুর এবং আরও তিনজনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। কিয়ান ও সামাইরা আদালতে করা আবেদন জানিয়েছেন, তাঁদের ক্লাস ওয়ান লিগ্যাল হেয়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তাঁদের প্রয়াত বাবার বিশাল সম্পত্তি পাঁচ ভাগে ভাগ করা হোক।
দিল্লি হাইকোর্টে করা দেওয়ানি মামলায় সামাইরা এবং কিয়ান অভিযোগ করেছেন, তাঁদের সৎ মা প্রিয়া সচদেব কাপুর প্রয়াত বাবার সম্পত্তির হাতিয়ে নিতে সঞ্জয়ের উইল জাল করেছেন। প্রিয়া হলেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী। ২০১৭ সালে প্রিয়াকে বিয়ে করেছিলেন সঞ্জয়।
করিশ্মা ছিলেন সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী। তবে তাঁদের দাম্পত্য আদৌ সুখের ছিল না। সামাইরা এবং কিয়ান তাঁদের অভিযোগে বলেছেন, মৃত্যুর সময় বাবার কী পরিমাণ সম্পত্তি ছিল সে সম্পর্কে তাঁদের কাছে সম্পূর্ণ তথ্য নেই। তাঁদের সৎ মা প্রিয়া, বাবা সঞ্জয়ের করা যে উইল প্রকাশ করেছেন তার সত্যতাও তাঁরা বিশ্বাস করেন না। তাঁদের অভিযোগ, প্রিয়া প্রাথমিকভাবে সঞ্জয়ের কোনও উইল করে যাওয়ার কথা অস্বীকার করেছিলেন। এরপর হঠাৎই তিনি একটি নথিকে নিজের প্রয়াত স্বামীর উইল বলে দাবি করেন। যা চলতি বছরের ২১ মার্চ নথিভুক্ত হয়েছে।
মামলায় প্রিয়ার বিরুদ্ধে তথ্য গোপন করা এবং সম্পদের সম্পূর্ণ পরিমাণ প্রকাশ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।
করিশ্মার দুই সন্তানের দাবি,
সঞ্জয় তাঁদের আর্থিক সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন। জানা গিয়েছে, সঞ্জয় নিজের দুই সন্তান সামাইরা ও কিয়ানের নামে ব্যবসায়িক উদ্যোগ শুরু করেছিলেন। এখানেই শেষ নয়, সামাইরা ও কিয়ানের নাম পারিবারিক ট্রাস্টের সুবিধাভোগী হিসাবেও উল্লেখ করেছিলেন।
উল্লেখ্য, চলতি বছরে জুনে হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান সঞ্জয় কাপুর। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা সোনা কমস্টারের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা।
Leave a comment
Leave a comment