অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজে প্রত্যাবর্তন ঘটতে চলেছে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির। মূলতঃ এই কারণেই সেই সিরিজ ঘিরে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে। এরই মাঝে একটি বড় ঘোষণা করা হল বোর্ডের তরফে। শোনা যাচ্ছিল, অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় এ দলের হয়ে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন রো-কো। তবে এবার জানিয়ে দেওয়া হল, তেমন কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে খবরটি। উক্ত সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের জনৈক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের আগে দুই মহারথী ভারতীয় এ দলের হয়ে অনুশীলন ম্যাচ খেলবেন কি না তা একান্তই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে বোর্ড একেবারেই জোরাজুরি করবে না দুই তারকাকে। অর্থাৎ জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে অনুশীলন ম্যাচ বেছে নেওয়ার ক্ষেত্রে রো-কো জুটিকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে বোর্ড।
খুব শিগগিরই ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল। শোনা গিয়েছিল, এই ম্যাচগুলিতেই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি সারতে পারেন রো-কো। তবে উক্ত বোর্ড কর্তা বলেন, “দেখুন, ভারত এ দলের হয়ে তিনটি খেলায় তাঁদের খেলার সম্ভাবনা খুবই কম। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। এবং এটি তাঁদের উপরে চাপিয়েও দেওয়া হবে না।” এরই সঙ্গে যোগ করেছেন, ” যদি একান্তই প্রস্তুতির প্রয়োজন হয়, তা হলে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের আগে একটি বা দুটি ম্যাচ তাঁদের খেলতে দেখা যেতে পারে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।”
তবে বিরাট-রোহিত যে অস্ট্রেলিয়া সফরে ফিরছেনই তা নিশ্চিত। বোর্ডের উক্ত আধিকারিক বলেন, “তাঁরা যথেষ্টই ফিট। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে নিশ্চিতভাবেই থাকছেন।” এ ছাড়া আরও জানান, “ভারতীয় এ দল এবং তার পর অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল বেছে নেওয়ার আগে ইরানি কাপের দল ঘোষণা করবেন নির্বাচকরা। কয়েকজন নির্বাচক বেঙ্গালুরুতে দলীপ ট্রফির ফাইনাল দেখার জন্যও প্রস্তুত, যখন অজিত আগরকর দুবাইতে দলের সাথে থাকবেন।