মঙ্গলবার এশিয়া কাপ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে স্পটলাইট ছিল ভারত এবং পাকিস্তানের অধিনায়কের ওপর। ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ফুটেজে দেখা যায়, সাংবাদিক বৈঠক শেষে বাকি অধিনায়কদের সঙ্গে করমর্দন বা আলিঙ্গনের মাধ্যমে সৌজন্য বিনিময় না করেই মঞ্চ ছাড়ছেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। এই ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হলেও পরে আরেকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন করছেন আঘা।
তবে শুধু এই দৃশ্যই নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি দৃশ্য। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গেও করমর্দন করতে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। ভারত-পাক রাজনৈতিক উত্তেজনার মাঝে সেই দৃশ্য সঙ্গত কারণেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। নকভির সঙ্গে সূর্যকুমারের সৌজন্য বিনিময়ের এই দৃশ্য ভাইরাল হতেই নানা রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজ মাধ্যমে।
মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনের শুরু থেকেই উত্তাপ ছড়িয়েছিলেন ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক। জনৈক সাংবাদিক সূর্যকুমার যাদবকে প্রশ্ন করেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আসন্ন ম্যাচে তিনি কীভাবে নিজের দলের খেলোয়াড়দের আগ্রাসন নিয়ন্ত্রণে রাখবেন। এর জবাবে সূর্যকুমার যাদব সাফ জানিয়ে দেন, “মাঠে সব সময়ই আগ্রাসন থাকবে। আমি মনে করি না যে আগ্রাসন ছাড়া আপনি ম্যাচ জিততে পারবেন।” একই প্রশ্ন পাক অধিনায়কের কাছেও রাখা হলে তাঁর জবাব, “কোনও খেলোয়াড় যদি মাঠে আগ্রাসী হতে চায়, তবে তা একান্তই তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আমি নিজে থেকে কাউকে এ বিষয়ে উৎসাহ দিই না।
অর্থাৎ রবিবারের ভারত-পাক মহারণে যে দুই দলের পক্ষ থেকেই আগ্রাসন জারি থাকবে তা অধিনায়কদের বক্তব্য থেকেই পরিষ্কার। অথচ অনুষ্ঠানের পরই বর্তমানে পাকিস্তান ক্রিকেটের দুই কুশীলবের সঙ্গেই হাত মেলাতে দেখা গেল ভারত অধিনায়ক সূর্যকুমারকে। জানা গিয়েছে, এশিয়া কাপ আয়োজনের জন্য এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নকভিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই সে দৃশ্য মেনে নিতে পারছেন না ভারতীয় নেটাগরিকরা। কেউ কেউ এ প্রসঙ্গে মনে করিয়ে দিচ্ছেন পহেলগামে জঙ্গি হামলার ঘটনা। উল্লেখ্য, পহেলগাম কাণ্ডের পর দুই দেশের রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দিকে দিকে উঠেছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ বয়কটের ডাক। দেশের প্রাক্তন ক্রিকেটারদের থেকে শুরু করে বিরোধীও শামিল হয়েছেন এই বয়কট অভিযানে।