নতুন গাড়ি কেনার আনন্দ হল মাটি। এক অদ্ভুত কাণ্ড ঘটল দিল্লিতে। ২৯ বছর বয়সী মানি পাওয়ার নামে এক মহিলা সদ্য কেনা মাহিন্দ্রা থর এসইউভি নিয়ে শোরুমেই করতে চেয়েছিলেন একটি প্রচলিত রীতি। গাড়ির চাকায় লেবুর রস চেপে পুজো। কিন্তু লেবুর রস বার করতে গিয়ে ভুলবশত অ্যাক্সিলারেটরে চাপ পড়ে যায়। আর তাতেই থর সোজা দিল্লির নির্মাণ বিহারের শোরুমের প্রথম তলা ভেঙে নীচে রাস্তায় গিয়ে পড়ে।
সোমবার সন্ধ্যায় মানি পাওয়ার নামে ওই মহিলা গিয়েছিলেন দিল্লির নির্মাণ বিহারের মাহিন্দ্রা শোরুমে। প্রায় ২৭ লক্ষ টাকা দিয়ে নতুন থর কেনেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রদীপ পাওয়ার। শোরুমে গাড়ি নেওয়ার আগে পুজো ও রীতি পালন করতে চেয়েছিলেন মানি। শোরুমের প্রথম তলায় থর রাখা ছিল, আর গাড়ির চাকার সামনে রাখা হয়েছিল একটি লেবু। ধীরে ধীরে এগিয়ে গিয়ে লেবু চাপা দেওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ পড়ে যায়।
শোরুমের কাচ ভেঙে সোজা গাড়ি নীচের রাস্তায় উড়ে গিয়ে পড়ে। গাড়ির ভেতরে তখন মানি পাওয়ার ও শোরুমের এক কর্মী বিকাশ বসেছিলেন। গাড়ি উল্টে গেলেও বড়সড় ক্ষতি হয়নি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই এয়ারব্যাগ খুলে যায়, আর দুজনকে দ্রুত নিয়ে যাওয়া হয় নির্মাণ বিহারের মালিক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়।
সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ৮ মিনিটে মালিক হাসপাতাল থেকে মানি পাওয়ারের নামে মেডিকো-লিগ্যাল কেস রেকর্ড করা হয়। পুলিশি তদন্তে জানা যায়, মানি পাওয়ার ও তাঁর স্বামী প্রদীপ পাওয়ার নতুন থর রক্স কিনেছিলেন ওই শোরুম থেকে। পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক ধানিয়া জানান, এই ঘটনায় কারও আঘাত লাগেনি এবং কারও তরফ থেকে কোনও অভিযোগও জমা পড়েনি।
