বুধবার এশিয়া কাপে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে যে ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া তা এক কথায় অভূতপূর্ব। ভারতীয় উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের সরাসরি থ্রোতে আউট হয়েছিলেন বিপক্ষের ব্যাটার জুনেদ সিদ্দিকী। টিভি রিপ্লে দেখে তাঁকে আউট দেন তৃতীয় আম্পায়ারও। কিন্তু এর পরই সবাইকে হতবাক করে দিয়ে আবেদন ফিরিয়ে নেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। ফলে তৃতীয় আম্পায়ার কর্তৃক আউট ঘোষিত হয়েও বেঁচে যান জুনেদ। এবার এই ঘটনার জন্য ভারত অধিনায়ককে পরোক্ষভাবে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিশেষজ্ঞ আকাশ চোপড়া।
সংযুক্ত আরব আমিরশাহী ইনিংসের ১৩ তম ওভারে ঘটে ঘটনাটি। সঞ্জু স্যামসনের থ্রো যখন উইকেটে এসে লাগে, তখন ক্রিজের বাইরেই ছিলেন ১০ নম্বরে নামা জুনেদ সিদ্দিকী। ফলে টিভি রিপ্লেতে দেখে রান আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ারও। কিন্তু এর পরই ভারত অধিনায়ককে বোলার শিবম দুবের দিকে ইশারা করেন জুনেদ। তিনি জানান, বল করার সময় দুবের কোমর থেকে তোয়ালে খুলে পড়ে গিয়েছে। আর তার ফলেই মনোসংযোগে ব্যাঘাত ঘটে জুনেদের। তিনি খেয়ালই করেননি যে, ক্রিজের বাইরে রয়েছেন।
গোটা ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আউটের আবেদন প্রত্যাহার করে নেন সূর্য কুমার। যার ফলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মুহূর্তটি। সাধারণ নেটাগরিক থেকে শুরু করে বিশেষজ্ঞরা, সকলেই প্রশংসা করছেন ভারত অধিনায়কের খেলোয়াড়সুলভ মনোভাবের। তবে এরই মাঝে বোমা ফাটিয়েছেন আকাশ চোপড়া। তাঁর মতে, প্রতিপক্ষের নাম সংযুক্ত আরব আমিরশাহী বলেই এভাবে আবেদন প্রত্যাহার করতে পেরেছেন সূর্য। উল্টোদিকে পাকিস্তান থাকলে মোটেই এমন ঘটনা ঘটাতে পারতেন না তিনি।
এক ক্রিকেটীয় ওয়েবসাইটের সঙ্গে আলাপচারিতায় আকাশ বলেন, “আমার মতে, এমনটা ঘটত না যদি দিনটা হত ১৪ সেপ্টেম্বর। এবং ব্যাটার পাকিস্তানের সলমন আঘা হতেন। সেক্ষেত্রে সূর্য কখনওই এটা করতে পারতেন না।”
ভারত অধিনায়ক আবেদন সম্পূর্ণরূপে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় মাঠে ফিরে আসেন জুনেদ। এটাও কোনওভাবে মেনে নিতে পারছেন না আকাশ। তাঁর সাফ দাবি, “যদি সে থাকে তা হলে আমার মতে, তার আউট হওয়া উচিত ছিল।”
ভারতের প্রাক্তন ওপেনার আরও বলেন, “সকলের মতামত ভিন্ন হতে পারে। তবে সমস্যা হল, যখনই তুমি এ ধরণের নীতিবোধ এবং উদারতার উদাহরণ স্থাপন করবে, সেই মুহূর্তেই বিষয়টা তোমার সঙ্গে জুড়ে যাবে। যদি আজ এমনটা করো, তা হলে কাল কেন করবে না? এই প্রশ্ন উঠতে বাধ্য। যদি আর
কখনও এ ধরণের কাজ না করো, সেক্ষেত্রে তোমাকে ভণ্ড ভাববে মানুষ।”