বিহারে শিক্ষক নিয়োগ পরীক্ষা (TRE-3)–এর সাপ্লিমেন্টারি ফলাফল প্রকাশের দাবিতে পাটনায় আন্দোলনরত প্রার্থীদের ওপর বুধবারের পর বৃহস্পতিবারও লাঠিচার্জ করে পুলিশ। বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনায় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করে বলেছেন, এবার রাজ্যের যুবকরা সরকারকে আসল জায়গা দেখাবে এবং সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিজেপি দফতরের সামনে বিক্ষোভকারীদের অবস্থান বিক্ষোভের ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ তাঁদের বারবার সরে যেতে অনুরোধ করলেও তাঁরা অস্বীকার করেন। এর পরই ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশের দাবি, লাঠিচার্জে কেউ গুরুতর আহত হননি।
পাটনার এক পরীক্ষার্থী অমন কুমার সংবাদ মাধ্যমকে জানান, রাজ্যের শিক্ষা দফতর তাঁদের আশ্বাস দিয়েছিল যে এই বিষয়ে বিহার পাবলিক সার্ভিস কমিশনকে (BPSC) চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এতদিনেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত টিচার্স রিক্রুটমেন্ট এক্সাম (TRE-3) পরীক্ষায় ৮৭,৭৭৪টি পদ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৫১ হাজার প্রার্থী নিয়োগপত্র পেলেও বাকি পদগুলির জন্য সাপ্লিমেন্টারি ফল প্রকাশের প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি।
ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করে রাহুল গান্ধী ‘এক্স’ (X)-এ লিখেছেন, “আমরা চাকরি চাইলে লাঠি পাই, অধিকার চাইলে অত্যাচার পাই। এই ‘গুন্ডা’ সরকারকে এবার বিহারের যুবকরা আসল জায়গা দেখাবে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে।”