মুক্তির আগেই নতুন বিপদের মুখে বলিউডের বহুল আলোচিত ছবি ‘জলি এলএলবি ৩’। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। আইনজীবী ও বিচারব্যবস্থাকে অপমান করার অভিযোগ ওঠে। এবার ছবিটির বিরুদ্ধে নতুন একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করা হয়েছে।
মধ্যপ্রদেশের জব্বলপুরের এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন হাইকোর্টে। তিনি ছবির গান ‘ভাই উকিল হ্যায়’-এর কিছু লাইন নিয়ে আপত্তি তুলেছেন। যেমন, “ফিকর না কর তেরা ভাই উকিল হ্যায়”, “প্যাকেজ ডিলস” এবং “জজ কো মামু বানানা”। আইনজীবীর দাবি, এসব লাইন বিচারব্যবস্থাকে অপমান করছে। এছাড়াও অভিনেতাদের কালো কোট ও আইনজীবীর গাউন পরে নাচের দৃশ্যকেও তিনি অসম্মানজনক বলে উল্লেখ করেছেন। ফলে তিনি ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন করেছেন। মামলার শুনানি হবে ১২ই সেপ্টেম্বর, মধ্যপ্রদেশ হাইকোর্টে।
এর আগে এলাহাবাদ হাইকোর্টে একই গানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায়ও দাবি করা হয়েছিল যে গানটি আইনজীবী পেশা ও বিচারব্যবস্থাকে অপমান করছে। পাশাপাশি ছবির মুক্তি বন্ধ করার আবেদন করা হয়েছিল। তবে বিচারপতি সঙ্গীতা চন্দ্র ও বৃজ রাজ সিংহ সমন্বিত বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। তাঁদের রায় অনুযায়ী, “আমরা গানের কথাগুলো দেখেছি, এতে আইনজীবী পেশার প্রতি অপমানজনক কিছু পাইনি। তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।”
বিতর্ক চললেও দর্শকদের আগ্রহ তুঙ্গে। কারণ, ‘জলি এলএলবি ৩’ এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ছবি বড় সাফল্য পেয়েছিল। ২০১৩ সালের প্রথম ছবি বক্স অফিসে দারুন হিট হয়েছিল। আর ২০১৭ সালের সিক্যুয়েল বিশ্বব্যাপী ২০০ কোটিরও বেশি আয় করেছিল।
উল্লেখ্য, ‘জলি এলএলবি ৩’ প্রযোজনা করছে স্টার স্টুডিও ১৮, পরিচালনা করছেন সুভাষ কাপুর। ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে ১৯ই সেপ্টেম্বর, ২০২৫-এ।
