হুমা কুরেশি নামটা বললেই এমন এক বলিস্টারের কথা মনের পর্দায় ফুটে ওঠে যার ফিগার তথাকথিত নায়িকাদের মতো ঠিক স্লিম নয় । বহুদিন ধরেই হুমাকে শুনতে হয়েছে এই কথাটি। এবার সমস্ত কটাক্ষকে মিথ্যে প্রমাণ করে দিয়েছেন তিনি। সম্প্রতি ইন্টারনেটে হুমার একটি ছবি ভাইরাল হয়েছে আর তাতেই দেখা গেছে প্রচুর পরিমাণে ওজন কমিয়েছেন তিনি । তার ছাপ সবচেয়ে বেশি পড়েছে তাঁর মুখে, জ লাইন আগের থেকে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে গাল দুটো কিছুটা ঢুকে গেছে ভেতরে। সেই বাবলি ইমেজটা আর নেই হুমার মধ্যে।
ইন্টারনেটে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে তিনি কালো রংয়ের একটি আরমানি স্যুট পরেছেন। সঙ্গে স্মোকি আই জ ডার্ক লিপস্টিক এবং সিলভার রঙের ড্যাঙ্গলার কানের দুল। চুলটা সামান্য একটু কার্ল করে নিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে হুমা তাঁর নতুন ছবিটি দিয়েছেন। সেখানে প্রয়াত ইটালিয়ান ডিজাইনার জিওরজিও আরমানির প্রতি শ্রদ্ধা জানাতেই হুমা ঐ পোশাকটি পরেছিলেন আর সেখানে তাঁর এই ট্রান্সফরমেশন সকলেরই নজর কেড়েছে। বিশেষ করে এতটাই রোগা হয়ে গেছেন তিনি আর তাঁর সঙ্গে চড়া মেকআপ আগের হুমার সঙ্গে কিছু দিয়ে মেলানো যাচ্ছে না তাঁকে।
নিজের পোশাক সম্পর্কে বলতে গিয়ে হুমা জানান, এই পোশাক শুধুমাত্র একটি স্টাইল স্টেটমেন্ট নয় এটি একদিকে যেমন মানুষের মুড, মনের অবস্থা তুলে ধরে সেরকম ভাবেই ওই মানুষটি কী করতে চাইছেন তারও প্রতিফলন ঘটায়। এই পোশাকটিও তার ব্যতিক্রম নয়। আমি যখন টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে বায়ানের প্রমোশন করছিলাম তখন আমার মনে হয়েছিল আমি আমার কাজের প্রতি একনিষ্ঠ থাকব এবং কোনোভাবেই চারপাশের কোন ভয় আমাকে গ্রাস করবে না আর সেটাই যেন আমার পোশাকের মধ্যে দিয়ে ফুটে ওঠে। ঠিক তেমনটাই হয়েছে পাশাপাশি এটি ছিল জিওরজিও আরমানির প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। আমার প্রিয় ডিজাইনারদের মধ্যে উনি ছিলেন অন্যতম। তিনি তাঁর সময়ের তুলনায় খুব বেশি লাউড ছিলেন না। তাঁর পোশাকেও সেই প্রতিফলনটাই ঘটত । বয়ানে কাজ করার সময় আমিও ঠিক সেই রসায়নটাই মেনে চলার চেষ্টা করেছি আশা করছি সফল হয়েছি। দেশ কালের গণ্ডী অতিক্রম করে বায়ান সব জায়গায় সমাদৃত হবে এই আশাই আমার রইল।
হুমার এই ওয়েট লস জার্নিতে পুরো বলিউড তাঁকে স্বাগত জানিয়েছে। শচীন শ্রফ, হুমার ভাই রোহিত থেকে শুরু করে বলিউডের অনেকেই এবং ফ্যানদের একটা বড় অংশ তাঁর এই ওজন কমানোর প্রশংসা করেছেন । একজন ডাই হাটেড ফ্যান তো লিখে দিয়েছেন আমার দেখা সবচেয়ে সুন্দরী কন্যা হল হুমা।
Leave a comment
Leave a comment