চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনটি পদক নিশ্চিত করলেন ভারতের মেয়েরা। জেসমিন ল্যাম্বোরিয়া, নূপুর শিওরান এবং পূজা রানি প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে নিশ্চিত করেছেন পদক। তবে হেরে গেলেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন। কোয়ার্টার ফাইনালে তুরস্কের প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাঁকে।
তবে জারিনের বিদায় সত্ত্বেও চলতি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অব্যাহত নারী বাহিনীর অসাধারণ পারফরম্যান্স। ৫৭ কেজি বিভাগে জেসমিন ল্যাম্বোরিয়া, +৮০ কেজি বিভাগে নূপুর শিওরান এবং ৮০ কেজি বিভাগে পূজা রানি সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করায় পদক নিশ্চিত হয়েছে ভারতের। অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন তাঁরা।
উজবেকিস্তানের খুমোরানোবু মামাজোনোভার বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করেছেন জেসমিন। নিজের উচ্চতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন তিনি। যে লিড পেয়েছিলেন তা তিনি শেষ পর্যন্ত বজায় রাখেন। অন্যদিকে মহিলাদের +৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে অভিজ্ঞ ভারতীয় বক্সার হাওয়া সিংয়ের নাতনি নূপুর শিওরান ৪-১ ব্যবধানে পরাস্ত করেছেন উজবেকিস্তানের অল্টিনয় সোতিম্বোয়েভাকে।
প্রথম রাউন্ডে দুর্দান্ত শুরু করে এগিয়ে গিয়েছিলেন নূপুর। তবে দ্বিতীয় রাউন্ডে ব্যবধান কমান উজবেকিস্তানের হয়ে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী সোতিম্বোয়েভা। তৃতীয় এবং শেষ রাউন্ডে লিড বজায় রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন নূপুর। যদিও চূড়ান্ত রাউন্ডে উভয় খেলোয়াড়কেই ফাউলের জন্য এক পয়েন্ট করে জরিমানা করা হয়েছিল। এই জয়ের সুবাদে সেমিফাইনালে তুরস্কের সেমা দুজতাসের মুখোমুখি হবেন নূপুর।
এ ছাড়া ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের পর ভারতের পূজা রানি ৩-২ ব্যবধানে হারিয়েছেন পোল্যান্ডের এমিলিয়া কোটারস্কাকে। যদিও এই তিন জয়ে তিনটি পদক নিশ্চিত হওয়া সত্ত্বেও তুরস্কের তারকা বক্সার কাকিরোগলু বুসে নাজের কাছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের হার মেনে নিতে পারছেন না কেউই। ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ০-৫ ব্যবধানে হেরে ছিটকে যেতে হয়েছে জারিনকে।