দোরগোড়ায় পুজো। অথচ আকাশে এখনও জলভরা মেঘ। আর যখন তখনই হুড়মুড়িয়ে নেমে পড়ছে বৃষ্টি। মাটি করছে পুজোর বাজার। অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু বিক্রি বাটা বেশ কম। বিশেষ করে অটোমোবাইল, ইলেকট্রনিক্স আর গারমেন্টস সেক্টরে। তবে বৃষ্টির কারণে এদের বিক্রিবাটা কিন্তু মোটেই কমেনি। কমেছে নির্মলা সীতারামনের ঘোষিত জিএসটি ২ এখনও পর্যন্ত চালু না হওয়ায়। আগামী ২২ সেপ্টেম্বর দেশজুড়ে সেটি চালু হবে। আর তারপরই তুঙ্গে উঠবে এই ৩ সেক্টরের কেনাকাটা।
প্রসঙ্গত গারমেন্টস সেক্টরে সংশোধিত জিএসটি ১২ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৫ শতাংশে। নতুন হার প্রযোজ্য হবে সর্বাধিক ২৫০০ টাকা মূল্যের তৈরি পোশাকে। আর অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স সেক্টরে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হবে ১৮ শতাংশ। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই সংশোধিত জিএসটি বলবৎ হবে গোটা দেশে। ফলে একধাক্কায় অনেকটাই কমবে তৈরি পোশাক-আশাক থেকে শুরু করে টিভি-ফ্রিজ-ওয়াশিং মেশিন এবং চারচাকা ও দুচাকা গাড়ির দাম।
কলকাতার পাইকারি ও খুচরা বিক্রেতারা কিন্তু বিক্রিবাটা তলানিতে নেমে যাওয়ার কথা খোলাখুলি স্বীকার করেছেন। শারদোৎসবের আগে বাজারের এমন হাল অতীতেও হয়নি বলে দাবি করেছেন। তবে এর জন্যে কিন্তু তাঁদের কোনও আক্ষেপ করতে দেখা যায়নি। তাঁদের প্রত্যাশা, ২২ সেপ্টেম্বর থেকে বকেয়া কেনাকাটা শুরু করে দেবেন অপেক্ষায় থাকা সচেতন ক্রেতার দল।
ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল সেক্টরে ৩০ শতাংশ বিক্রি কমেছে বলে স্বীকার করেছেন এই সেক্টরে জড়িত কর্মকর্তারা। তবে তাঁরা এটাও দাবি করেছেন যে, এমন মন্দা আসলে ঝড়ের আগের স্তব্ধতার মতো। কারণ ২২ সেপ্টেম্বর থেকেই ঢল নামবে কেনাকাটায়। আর সেটা সামাল দিতে তাঁরা আগাম প্রস্তুতিও সেরে রাখছেন।
অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স সেক্টরে খোঁজ খবর করলে দেখা যাবে ক্রেতারা ইতিমধ্যেই শোরুমে এসে তাঁদের পছন্দের টিভি-ফ্রিজ কিংবা গাড়ি বেছে রেখেছেন। আর ডিলারদের অনুরোধ করেছেন, সংশোধিত জিএসটি চালু হলেই সেগুলির বিল যেন প্রস্তুত করা হয়। কারণ টাকার অঙ্কে অনেকটাই ছাড় মিলবে বেশ কিছু সামগ্রীতে। অটোমোবাইল ডিলারদের এক কর্তা জানিয়েছেন, গাড়ির ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণ হবে ৩৫ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। কোন গাড়ি কেনা হচ্ছে তার উপরই নির্ভর করবে ছাড়ের অঙ্ক।
নবরাত্রির শুরু থেকে ধনতেরাস-দেওয়ালি পর্যন্ত বিক্রিবাটার চাপ সামাল দিতে জোর প্রস্তুতিও নিচ্ছেন ডিলাররা। শুধু পাইকারি বিক্রেতারা নন, খুচরো বিক্রেতারাও অপেক্ষায় আছেন জিএসটি ২ চালু হওয়ার দিকে। তবে পুজোর বাজার ধরতে তৈরি পোশাকে দাম বেশ কিছুটা কমিয়ে চালু রেখেছেন দোকান। তবে খুঁতখুঁতে ক্রেতারা কিন্তু তাতেও ঠিক খুশি নন। তাঁরা তাকিয়ে ২২ সেপ্টেম্বরের দিকে। ওই দিন থেকে কোন পোশাকের কেমন দাম হবে, সেটা জেনে তবেই কেনাকাটা করতে চান। তাই এখন দোকানে দোকানে গিয়ে চলছে পছন্দের যাবতীয় সামগ্রী আগাম দেখে রাখার পর্ব।